স্পিনার মোহাম্মদ গজনফারের করা ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে মিড অন দিয়ে ছয়। পরের বলও একইভাবে উড়িয়ে মারতে গিয়েছিলেন তানজিদ হাসান তামিম। কিন্তু এবার আর বল বাউন্ডারিতেই পৌঁছায়নি। মিড অনে দাঁড়ানো ফিল্ডার মোহাম্মদ নবি সহজেই লুফে নেন ক্যাচ।
তাতেই ভাঙল বাংলাদেশের ওপেনিং জুটি। ঝড়ের আভাস দিয়ে তানজিদ ফিরেছেন ১৭ বলে ২২ রান করে। তাঁর ইনিংসে চারের সংখ্যা ৩ ও ছয় ১। তার আগে সৌম্য সরকারকে নিয়ে স্কোরবোর্ডে ২৮ রান জমা করেন এই বাঁহাতি ব্যাটার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৭ ওভারে ১ উইকেট হারিয়েছে ৪৩ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন ওপেনার সৌম্য (৪) ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১১)।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গজনফারের ঘূর্ণির সামনে প্রথম ম্যাচে খেই হারিয়ে হেরেছিল বাংলাদেশ। সিরিজ বাঁচাতে আজ জিততেই হবে বাংলাদেশকে।