হোম > খেলা > ক্রিকেট

বোলিং শুরু করেছেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যখন বাংলাদেশ আর আফগানিস্তান টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে, আরেক দিকে ফিটনেস ফিরে পাওয়ার লড়াইয়ে নেমেছেন সাকিব আল হাসান। এদিন একাডেমি মাঠে রানিং শেষে ইনডোরে বোলিংও করতে দেখা গেল তাঁকে।

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে চোটে পড়ার পর প্রথমবার বল হাতে তুলে নিলেন সাকিব। সাকিবকে দেখে একটা জিনিস আলাদা করে চোখে পড়েছে, আঘাত পাওয়া আঙুলে এত দিন যে ক্যাপটা পরেছিলেন, তা খুলে ফেলেছেন। জানা গেছে, আঙুলে আগের চেয়ে ভালো বোধ করছেন সাকিব। ছোট্ট রানআপে তাই বোলিং শুরু করেছেন। রানিং বাদ দিয়ে যেহেতু বোলিং শুরু করেছেন, আজ তাই সাকিবের সঙ্গীও পরিবর্তন হয়েছে। বিসিবির পুনর্বাসন প্রক্রিয়ার প্রধান জুলিয়ান ক্যালেফাতোর বদলে এদিন সাকিবকে সঙ্গ দিয়েছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।

ইনডোরে এদিন ছোট্ট রানআপে প্রায় ৩০ মিনিট বোলিং করেছেন সাকিব। লাল বল দিয়ে শুরু করে পরে সাদা বলেও বোলিং করেছেন তিনি। এক-দুই ধাপ দৌড়ে একের পর এক বল করে গেছেন। ফাঁকে ফাঁকে কথা বলেছেন হেরাথের সঙ্গে। টানা বোলিং করে ক্লান্তি দূর করতে ফাঁকে ফাঁকে বিশ্রামও নিয়েছেন।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ