দীর্ঘ পাঁচ বছর পর লিস্ট ‘এ’ ক্যারিয়ারে সেঞ্চুরি পেয়েছেন সাকিব আল হাসান। কিন্তু সেঞ্চুরি পাওয়ার দিনটা রাঙাতে পারলেন না বাংলাদেশের সাবেক অধিনায়ক। গাজী গ্রুপের কাছে তাঁর দল শেখ জামাল ২ উইকেটে হেরে যাওয়ায় সাকিবের সেঞ্চুরি ভেস্তে গেছে।
সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন সাকিব। আজ তাঁর সেঞ্চুরিকে ভেস্তে দিতে বাধ্য করেছেন গাজী গ্রুপের ব্যাটার মাহফুজুর রহমান রাব্বি। সাকিবের সেঞ্চুরির বিপরীতে সেঞ্চুরি করেছেন তিনি। তাঁর ১২৫ রানের ইনিংসের সৌজন্যেই ২ বল বাকি থাকতেই ২ উইকেটের জয় পায় গাজী গ্রুপ। এতে সাকিবের ১০৭ রানের ইনিংসটি শেখ জামালের কোনো কাজেই আসে না। আর বোলিংয়ে ৪৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব। এতে ৪৪ রানে ৪ উইকেট নেওয়া শেখ জামালের স্পিনার আরিফ আহমেদেরও তাই পারফরম্যান্স বৃথা গেছে।
২৮১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে অবশ্য গাজী গ্রুপের শুরুটা হতাশার হয়েছিল। ৫৪ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচে ধুঁকছিল তারা। সেখান থেকে সাব্বির হোসেন শিকদারের সঙ্গে পঞ্চম উইকেটে ১১২ রানের জুটি গড়েন মাহফুজুর। ৬৪ রানে উইকেটরক্ষক ব্যাটার সাব্বির আউট হলে লেজের দিকের ব্যাটারদের নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া মাহফুজুর।
দলের জয় যখন ১ রান দূরে ঠিক তখনই আউট হন মাহফুজুর। ১২৫ রানের ইনিংসটি সাজিয়েছেন ৩ চার ও ১২ ছক্কায়। এত একটা রেকর্ডও গড়েছেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে যৌথভাবে ১২টি ছক্কা হাঁকানো দ্বিতীয় সর্বোচ্চ তিনি। তাঁর সঙ্গে আজই এই রেকর্ডে ভাগ বসিয়েছেন জাকির হাসান। অন্যদিকে ২০১৯ সালে শেখ জামালের বিপক্ষে অপরাজিত ২০৮ রানের ইনিংস খেলার পথে ১৬ ছক্কা মেরে সবার ওপরে আছেন সৌম্য সরকার।
সাকিব-মাহফুজুরের দিনে ডিপিএলে আরও তিনটি সেঞ্চুরি হয়েছে। প্রাইম ব্যাংক-শাইনপুকুর ম্যাচে জাকিরের সেঞ্চুরির বিপরীতে শাইনপুকুরের ব্যাটার অমিত হাসান সেঞ্চুরি করলেও দলকে জেতাতে পারেননি। প্রাইমের কাছে ১১১ রানে হেরেছে তাঁর দল শাইনপুকুর। বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রথমে ব্যাটিং করতে নেমে রানের পাহাড় গড়ে প্রাইম। নির্ধারিত ৫০ ওভার শেষে তাদের সংগ্রহ ৭ উইকেটে ৩৪১ রান। জাকিরের ক্যারিয়ার সেরা ১৫৮ রানের সঙ্গে তিনটি ত্রিশোর্ধ্ব ইনিংস খেলেছেন শাহাদাত হোসেন দিপু (৩৭), মোহাম্মদ মিঠুন (৫৪) এবং সাব্বির রহমান (৪০)। ১৩২ বলের ইনিংসটি ৮ চার ও ১২ ছক্কায় সাজিয়েছেন জাকির।
প্রাইমের দেওয়া ৩৪২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২৩০ রানে অলআউট শাইনপুকুর। যার ১০৪ রানই শাইনপুকুরের ব্যাটার অমিতের। প্রতিপক্ষকে আড়াই শর আগে অলআউট করতে প্রাইমের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন হাসান মাহমুদ ও নাজমুল হোসেন অপু। ৩৮ রানে ৪ উইকেট নেওয়া পেসার হাসানের বিপরীতে ৩০ রানে ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার নাজমুল।