ক্রীড়া ডেস্ক
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ধারাবাহিক ভালো করছেন বাংলাদেশের বোলাররা। ৩ ম্যাচে ৫ উইকেট নিয়ে মোস্তাফিজুর রহমান যেমন আজ সন্ধ্যায়ও ছিলেন শীর্ষ ছয়ে। ঘুম-বিতর্ক পেছনে ফেলে তাসকিন আহমেদের মাঠে ফেরাটাও মন্দ হয়নি। নিজের প্রথম ম্যাচে ব্যয়বহুল বোলিংয়ের পর আজ ভালো করেছেন শরীফুল ইসলামও।
ভালো করলেও শরীফুল বিজয়ের হাসি নিয়ে মাঠ ছাড়তে পারেননি। ক্যান্ডিতে গল মারভেলসের বিপক্ষে তাঁর দল হেরেছে ৬ উইকেটে। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান করেছিল শরীফুলদের ক্যান্ডি ফ্যালকনস। রানটা ডিফেন্ড করতে শরীফুল ছাড়া তাঁর দলের কেউই তেমন নিয়ন্ত্রিত বোলিং করতে পারেননি। টিম সেইফার্টের ৪৯ বলে ৮২ রানের ঝোড়ো ব্যাটিংয়ে গল লক্ষ্যে পৌঁছে যায় ৬ উইকেট ও ১৭ বল হাতে রেখে।
সতীর্থ বোলাররা ভালো না করলেও শরীফুলের বোলিং মন্দ নয়। ৪ ওভারে ৩২ রান দিয়ে তিনিই দলের সবচেয়ে সফল বোলার। বাঁহাতি পেসার ডট দিয়েছেন ১১ টি। বাউন্ডারি হজম করেছেন মাত্র দুটি। আগের ম্যাচে ব্যয়বহুল বোলিংয়ের পর আজ নিজেকে ফিরে পেয়ে শরীফুলের মনে স্বস্তি ফিরলেও দলের হারে তাঁর পারফরম্যান্স বৃথাই গেছে।