নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মৌসুমের প্রথম জয়ের দেখা পেয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। তানভীর ইসলামের স্পিন ভেলকিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১০ রানে হারিয়েছে শাইনপুকুর। গত ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংসে ৮ উইকেট ও ম্যাচে ১৩ উইকেট নিয়ে চমক দেখিয়েছিলেন তানভীর। এবার ডিপিএলে ৮ রানে ৩ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিং করলেন এ স্পিনার।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৩৭ রানের সংগ্রহ পায় শাইনপুকুর। জবাবে এক বল আগে ১২৭ রানে অলআউট হয় শেখ জামাল।
১৩৮ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই মোহাম্মদ আশরাফুলকে (৪) ফেরান হাসান মুরাদ। ইনিংসের দ্বিতীয় ওভারে সৈকত আলীকে (৯) স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন তানভীর। সেই ওভারে কোনো রান দেননি তিনি। ১৩ রানে দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে শেখ জামাল। তবে তৃতীয় উইকেটে ৫৮ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন নাসির হোসেন ও ইলিয়াস সানি।
ইনিংসের দশম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে আসেন তানভীর। সেই ওভারে নুরুল হাসান সোহান (১) ও তানভীর হায়দারের (০) উইকেট তুলে নিয়ে শেখ জামালকে আবারও চাপে ফেলেন এ স্পিনার। এই ওভারেও কোনো রান দেননি তানভীর। এ সময় তাঁর বোলিং পরিসংখ্যান ছিল দুই মেডেন ওভারে ৩ উইকেট।
পরে এই চাপ থেকে আর বের হতে পারেনি শেখ জামাল। শেষ দিকে মোহাম্মদ এনামুল ১৩ বলে ১৯ রানের ইনিংস খেলে চেষ্টা করলেও তা কাজে লাগেনি। ১৯.৫ ওভারে শেখ জামাল থামে ১২৭ রানে। শাইনপুকুরে হয়ে তানভীর ৪ ওভারে ৮ রান দিয়ে নেন ৩ উইকেট। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতে।