হোম > খেলা > ক্রিকেট

২৬ মাস পর মুমিনুল...

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টেস্ট সেঞ্চুরির স্বাদ কেমন, সেটা যেন ভুলতে বসেছিলেন মুমিনুল হক। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে তিন অঙ্কের দেখা পেয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার। অবশেষে খরা কাটল। ২৬ মাস পর টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন এই সংস্করণে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার। 

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের তৃতীয় দিন আকাঙ্ক্ষিত সেঞ্চুরির দেখা পেয়েছেন মুমিনুল। আফগান পেসার ইয়ামিন আহমেদজাইকে আপার কাটে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেছেন মুমিনুল। উদ্‌যাপনটা অবশ্য সে হিসেবে বেশ সাদামাটাই হয়েছে। ড্রেসিংরুমের দিকে ব্যাট উঁচিয়ে সেরেছেন উদ্‌যাপন।  মুমিনুল অবশ্য এমন নির্মোহ উদ্‌যাপন করেই অভ্যস্ত। টেস্ট ক্যারিয়ারে মুমিনুলের এটি ১২ তম শতক। 

শুরুতে কিছুটা নড়বড়ে থাকলেও ইনিংস যত এগিয়েছে, মুমিনুল খোলস ছেড়ে বের হয়েছেন। প্রথম ইনিংসে ১৫ রানে আউট হওয়ার ব্যর্থতা ঘোচালেন দারুণ এক সেঞ্চুরিতে। সেঞ্চুরির পথে ১২টি চার মেরেছেন মুমিনুল। ৬৭ বলে ফিফটি, ১২৩ বলে ছুঁয়ে ফেলেন সেঞ্চুরি। 

মুমিনুলের সেঞ্চুরির আগে ফিফটি পূর্ণ করেন লিটন দাস। ৬১ বলে ৫৬ রানে অপরাজিত আছেন তিনি। বাংলাদেশের টার্গেট ছাড়িয়েছে ৬০০ রান। এই প্রতিবেদন লেখার সময় ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪০০। আফগানদের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে ৬৩৬ রান।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ