হোম > খেলা > ক্রিকেট

ব্যাটেই বাবর-রিজওয়ানের জবাব, পাকিস্তানের অবিস্মরণীয় জয় 

একের পর এক রেকর্ড গড়ে গত দুই বছরে উদ্বোধনী জুটিকে অন্য মাত্রায় নিয়ে গেছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। অথচ এশিয়া কাপে বাবরের রানখরা আর রিজওয়ানের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। কেউ কেউ তো এই জুটির শেষও দেখে ফেলেছিলেন।

কিন্তু নিন্দুকদের মোক্ষম জবাবটা মুখে নয়, যেন ব্যাটেই দিতে চেয়েছিলেন বাবর-রিজওয়ান। পাকিস্তান অধিনায়ক ও উইকেটরক্ষক জবাবটা দিয়েও দিলেন খুব দ্রুত।

বাবর-রিজওয়ান জুটির রেকর্ডে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান। করাচিতে গত রাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংলিশদের গড়া ১৯৯ রানের ইমারত ৩ বল বাকি রেখে টপকে গেছেন স্বাগতিকেরা। এই জয়ে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এখন ১-১ সমতা।

টি-টোয়েন্টিতে এটিই কোনো দলের বিনা উইকেটে সর্বোচ্চ রান তাড়া করে জয়। আগের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের। ২০১৬ সালে পাকিস্তানেরই বিপক্ষে ১৬৯ রান তাড়া করে কিউইদের জয় এনে দিয়েছিলেন দুই ওপেনার মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসন।

কাল রেকর্ড গড়ার পথে সেঞ্চুরি তুলে নিয়েছেন বাবর (১১০ *)। সঙ্গী রিজওয়ান অপরাজিত ছিলেন ৮৮ রানে।  

কোনো উইকেট না হারিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয় 

দল              লক্ষ্য 
পাকিস্তান       ২০০
নিউজিল্যান্ড    ১৬৯
পাকিস্তান       ১৫২
ভারত           ১৪৪
ইংল্যান্ড        ১৪০

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ