Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

ব্যাটেই বাবর-রিজওয়ানের জবাব, পাকিস্তানের অবিস্মরণীয় জয় 

ক্রীড়া ডেস্ক

ব্যাটেই বাবর-রিজওয়ানের জবাব, পাকিস্তানের অবিস্মরণীয় জয় 

একের পর এক রেকর্ড গড়ে গত দুই বছরে উদ্বোধনী জুটিকে অন্য মাত্রায় নিয়ে গেছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। অথচ এশিয়া কাপে বাবরের রানখরা আর রিজওয়ানের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। কেউ কেউ তো এই জুটির শেষও দেখে ফেলেছিলেন।

কিন্তু নিন্দুকদের মোক্ষম জবাবটা মুখে নয়, যেন ব্যাটেই দিতে চেয়েছিলেন বাবর-রিজওয়ান। পাকিস্তান অধিনায়ক ও উইকেটরক্ষক জবাবটা দিয়েও দিলেন খুব দ্রুত।

বাবর-রিজওয়ান জুটির রেকর্ডে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান। করাচিতে গত রাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংলিশদের গড়া ১৯৯ রানের ইমারত ৩ বল বাকি রেখে টপকে গেছেন স্বাগতিকেরা। এই জয়ে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এখন ১-১ সমতা।

টি-টোয়েন্টিতে এটিই কোনো দলের বিনা উইকেটে সর্বোচ্চ রান তাড়া করে জয়। আগের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের। ২০১৬ সালে পাকিস্তানেরই বিপক্ষে ১৬৯ রান তাড়া করে কিউইদের জয় এনে দিয়েছিলেন দুই ওপেনার মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসন।

কাল রেকর্ড গড়ার পথে সেঞ্চুরি তুলে নিয়েছেন বাবর (১১০ *)। সঙ্গী রিজওয়ান অপরাজিত ছিলেন ৮৮ রানে।  

কোনো উইকেট না হারিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয় 

দল              লক্ষ্য 
পাকিস্তান       ২০০
নিউজিল্যান্ড    ১৬৯
পাকিস্তান       ১৫২
ভারত           ১৪৪
ইংল্যান্ড        ১৪০

মুশফিককে সংবর্ধনা দিতে চায় বিসিবি

পাকিস্তান নিয়ে গাভাস্কারের মন্তব্য ‘একদমই ফালতু’ বললেন গিলেস্পি

ভারতকে সাফল্য এনে দিলেও কমছে রোহিত-কোহলির বেতন

ভারত-নিউজিল্যান্ডের ফাইনালে জড়াল পাকিস্তান

বরুণকে আটকানোর কৌশল খুঁজছে নিউজিল্যান্ড

রোববারের ফাইনালে ভারতের হারই বেশি

বাবরের বাবাকে এবার একহাত নিলেন পাকিস্তানি ক্রিকেটার

‘ভারত খেলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, পাকিস্তানের লক্ষ্য শুধুই টাকা’

ইয়াসিরের ক্যারিয়ারসেরা সেঞ্চুরির দিনে সৌম্যর ডাক, সাইফ-আফিফের আক্ষেপ

অবসরের দুই দিন পরই আইসিসির সেরাদের তালিকায় স্মিথ