Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

সাকিবের দেরিতে বোলিংয়ে আসার ব্যাখ্যা দিলেন হাসান

সাকিবের দেরিতে বোলিংয়ে আসার ব্যাখ্যা দিলেন হাসান

তৃতীয় সেশনে নিজের প্রথম স্পেল করতে এসেছেন সাকিব আল হাসান—টেস্টে এমনটা কি আগে দেখা গেছে? আজ চেন্নাই টেস্টের প্রথম দিনে এই দৃশ্যই দেখা গেল। ইনিংসের ৫৩তম ওভারে প্রথম বল হাতে নেন সাকিব। তবে যে ৮ ওভার করেছেন, ছিলেন বেশ খরুচে। ৫০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। 

হাসান মাহমুদের তোপে দিনের দুই সেশনে ছিল বাংলাদেশের শাসন। ভারতীয় ব্যাটাররা দাঁড়াতে না পারলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বল তুলে দেননি সাকিবের হাতে। এ নিয়ে দিন শেষে হাসানের ব্যাখ্যা, ‘শুরুতে ফাস্ট বোলাররা ভালো করছিল, উইকেট পড়ছিল। পেসাররা ভালো করছিল। এ কারণে স্পিনাররা দেরিতে এসেছে।’ 

সারা দিনে ভারতের যে ৬ উইকেট পড়েছে তার পাঁচটি পেয়েছেন পেসাররা। তার চারটি পেয়েছেন হাসান। প্রথম দুই সেশনে বাংলাদেশ তিনটি করে উইকেট পেলেও শেষ সেশনে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের সপ্তম উইকেটে রেকর্ড গড়া জুটিতে স্বস্তিতে দিন পার করেছে ভারত। শুরুর মোমেন্টাম শেষ পর্যন্ত ধরে রাখতে না পারায় আক্ষেপ ছিল হাসানের কণ্ঠে। তবে আগামীকাল দ্বিতীয় দিন আজকের শুরুর পুনরাবৃত্তি করতে পারলে ভালো কিছু হবে মনে করেন তিনি, ‘আমার কাছে মনে হয় বোলিংটা আরও ইকোনমিকাল, আরও গোছানো হতে পারত। চেষ্টা করছি সবাই মিলে ভালো জায়গায় বোলিং করে ব্যাটারদের চাপে রাখা। এখন ওদের দিকে  যে মোমেন্টাম আছে কাল দ্রুত কিছু ব্রেক করতে পারি তাহলে হয়তো মোমেন্টাম হয়তো আমাদের দিকে আসবে, দ্রুত অলআউট করতে পারব।’

১৪৪ রানে ৬ উইকেট হারানো ভারত সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন পার করেছে ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে। দিন শেষে বাংলাদেশের অবস্থান ও আগামী কালকের পরিকল্পনা নিয়ে হাসান সংবাদ সম্মেলনে বলেছেন, ‘টেস্ট ম্যাচে উইকেট পাওয়া আনন্দদায়ক। পাকিস্তানের বিপক্ষে ওই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করছি, দলে যতটা অবদান রাখতে পারি নিজের সেরাটা দিয়ে। দ্বিতীয়ত, আমরা সকাল থেকে ডমিনেট করছিলাম। তবে উইকেট এখন খুব ভালো। বোলাররা চেষ্টা করছে রানটা যত কমে দিয়ে বল করা যায়, এক সময় ছন্দটা ছিল আমাদের দিকে। এখন শিফট হয়ে গেছে ওই দিকে। ক্রিকেটে যেকোনো কিছুই ঘটতে পারে। কাল আমাদের দিকে ফিরে আসতে পারে। আমাদের চেষ্টা থাকবে রান যত কম দেওয়া যায়।’ 

ভারতকে কত রানের মধ্যে আটকাতে চান—এই প্রশ্নে হাসান আরও বলেন, ‘অবশ্যই ৪০০ রানের আগে আটকাতে পারলে খুব ভালো হয়। এখন উইকেট ব্যাটিং করা বেশ সহজ হয়ে গেছে। উইকেট এখন খুবই ব্যাটিংবান্ধব। চেষ্টা করছি চাপটা কীভাবে তৈরি করা যায়।’

সেঞ্চুরির ‘ফিফটি’ করে টেস্ট দলে বিজয়

সাংবাদিকদের শান্তর পাল্টা প্রশ্ন, ‘আমাদের বেতন বৃদ্ধিতে আপনারা খুশি নন’

‘আমি একাই হারিয়ে দিয়েছি’, জিম্বাবুয়ের কাছে হারের পর বললেন শান্ত

৭ বছর পর সেই সিলেটেই বাংলাদেশকে হারাল জিম্বাবুয়ে

মুখোমুখি বিসিবির ম্যাচ রেফারিরা, উত্তপ্ত ক্রিকেট বোর্ডের আম্পায়ারিং বিভাগ

কাশ্মীর হামলার প্রভাব পড়েছে আইপিএলেও

বাংলাদেশকে হারিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে জিম্বাবুয়ে

জাকেরের লড়াইয়েও জিম্বাবুয়েকে বড় লক্ষ্য ছুড়ে দিতে পারেনি বাংলাদেশ

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টে দায়িত্ব পালনকালে বিসিবি কর্মকর্তার মৃত্যু

দিল্লির বিপক্ষে এত নিচে নামার ব্যাখ্যায় কী বললেন পন্ত