হোম > খেলা > ক্রিকেট

এক বছর না যেতেই চেলসির সঙ্গে সম্পর্ক শেষ পচেত্তিনোর

ক্রীড়া ডেস্ক

কোচদের চাকরি যে ‘মিউজিক্যাল চেয়ারের’ মতো। মেয়াদ ফুরোনোর আগে বেশির ভাগ কোচের চাকরি চলে যায় অথবা তাঁরা পদত্যাগ করেন। এবার এক বছর না পেরোতেই চেলসির কোচের দায়িত্ব ছেড়েছেন মরিসিও পচেত্তিনো। 

পারস্পরিক সম্মতির ভিত্তিতে চেলসির দায়িত্ব পচেত্তিনো ছেড়েছেন বলে গত রাতে জানিয়েছে ক্লাবটি। ২০২৩ সালের ১ জুলাই চেলসির দায়িত্ব নিয়েছিলেন পচেত্তিনো। দুই বছরের চুক্তির সঙ্গে পরবর্তী ১২ মাস বাড়ানোর বিকল্পও রাখা হয়েছিল। সেখানে মাত্র ১০ মাসও ব্লুজদের কোচ হিসেবে টিকতে পারলেন না পচেত্তিনো।

আর্জেন্টাইন বংশোদ্ভূত কোচকে চেলসির দুই ক্রীড়া পরিচালক লরেন্স স্টুয়ার্ট ও পল উইস্ট্যানলি এক যৌথ বিবৃতিতে শুভকামনা জানিয়েছেন। স্টুয়ার্ট, উইস্ট্যানলি বলেন, ‘চেলসির সবার পক্ষ থেকে মরিসিও এই মৌসুমে যে অবদান রেখেছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানাই। স্টামফোর্ড ব্রিজে তিনি যে সময়ই ফিরবেন, তখনই তাঁকে স্বাগত জানানো হবে। তাঁর ভবিষ্যত কোচিং ক্যারিয়ারের জন্য শুভকামনা জানাই।’ 

নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের পাঁচটিতে জিতেছে চেলসি। ক্লাবটি সবকটি ম্যাচই জিতেছে প্রিমিয়ার লিগে। ২০২৩-২৪ মৌসুমের প্রিমিয়ার লিগ চেলসি শেষ করেছে ৬ নম্বরে থেকে। পচেত্তিনোর অধীনে ব্লুজরা ৫১ ম্যাচ খেলে জিতেছে ২৭ ম্যাচ, হেরেছে ১৪ ম্যাচ ও ১০ ম্যাচ ড্র করেছে। তবে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে পারে চেলসি। এমনকি ক্লাবটি কারাবাও কাপ ফাইনাল ও এফএ কাপের সেমিফাইনাল থেকেও বিদায় নিয়েছে পচেত্তিনোর সময়ে। তবে পচেত্তিনো মনে করেন, চেলসি আগামীতে ভালো করবে। আর্জেন্টাইন কোচ বলেন, ‘চেলসির মালিকপক্ষ ও ক্রীড়া পরিচালকদের ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ক্লাব এখন বর্তমানে ভালো অবস্থায় আছে। প্রিমিয়ার লিগ ও ইউরোপীয় প্রতিযোগিতাগুলোতে আরও ভালো করবে।’ 

বিবিসি জানিয়েছে, চেলসি এখন পচেত্তিনোর উত্তরসূরি খুঁজছে। ইপসুইচ ম্যানেজার কাইরেন ম্যাককেনা, স্পোর্টিংয়ের রুবেন আমোরিম, বার্নলির ভিনসেন্ট কোম্পানি—যাদের প্রতি চেলসি কয়েক দিন আগে আগ্রহ দেখিয়েছে, তাঁরা সবাই আছেন ক্লাবটির (চেলসি) পছন্দের তালিকায়। তবে সাবেক কোচ হোসে মরিনহো অথবা টমাস টুখেলদের প্রতি তেমন কোনো আগ্রহ চেলসির নেই বলে বিবিসির প্রতিবেদনে জানা গেছে। কারণ চেলসি তরুণ এক কোচ খুঁজছে।

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন