হোম > খেলা > ক্রিকেট

টেস্ট ক্রিকেটকে বিদায়ই বলে দিচ্ছেন মঈন 

কদিন আগেই টেস্ট ক্রিকেট থেকে অনির্দিষ্ট সময়ের জন্য অবসর নেওয়ার কথা জানিয়েছিলেন মঈন আলী। এবার আর অনির্দিষ্ট নয় স্থায়ীভাবেই অবসরের ঘোষণা দিতে যাচ্ছেন এই ইংলিশ অলরাউন্ডার। 

৩৪ বছর বয়সী মঈন টেস্ট খেলেছেন ৬৪টি। সীমিত ওভারের ক্রিকেট আরও দীর্ঘদিন চালিয়ে যেতে আর টেস্ট খেলতে চান না তিনি। সাদা বলের ক্রিকেটেই পূর্ণ মনোযোগ দিতে তাঁর এমন সিদ্ধান্ত। হেড কোচ ক্রিস সিলভারউড ও অধিনায়ক জো রুটকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন মঈন।  

এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে আছেন মঈন। খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল চেন্নাই সুপার কিংসে। আইপিএলের পর অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে আছেন এই ইংলিশ অলরাউন্ডার। বিশ্বকাপের পর পরই আছে অ্যাশেজ। এদিকে লম্বা সময় ধরে আছেন পরিবারের বাইরে তাই সবকিছু মিলিয়ে হাঁপিয়ে উঠেছেন তিনি। 

টেস্ট থেকে অবসর নিলেও মঈন সাদা বলের ক্রিকেট চালিয়ে যেতে আগ্রহী। কাউন্টি ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও চালিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। হয়তো খেলবেন প্রথম-শ্রেণির ক্রিকেটও তবে এই ব্যাপারে স্পষ্ট করে তিনি এখনো কিছু বলেননি। 

দারুণ কিছু মাইলফলক স্পর্শ করেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মঈন। টেস্টে ২০০০ রান আর ১০০ উইকেট নিতে কিংবদন্তি ইয়ান বোথাম, গ্যারি সোবার্স আর ইমরান খানের চেয়ে কম টেস্ট খেলেছেন তিনি। ৬৪ টেস্টে তিন হাজারের কাছাকাছি রান করেছেন আর উইকেট নিয়েছেন ১৯৫টি। আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়েও একটা সময় তিন নম্বরে ছিলেন মঈন। 

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন