ক্রীড়া ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। আর ক্রাইস্টচার্চে প্রথমে ব্যাটিং করা নিউজিল্যান্ড রীতিমতো ঝড় তুলছে। বাংলাদেশকে বড় লক্ষ্য দিচ্ছে স্বাগতিকেরা। এই খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ড করেছে ১৭.৩ ওভারে ৪ উইকেটে ১৭৫ রান।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ঝড় তুলতে থাকেন ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। তবে প্রথম পাওয়ারপ্লের মধ্যেই নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি ভেঙে যায়। ফিন অ্যালেন আউট হলেই দলীয় ৪৫ রানেই জুটি ভেঙে যায়। অ্যালেনের উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম।
অ্যালেনের বিদায়ের পর উইকেটে আসেন মার্টিন গাপটিল। ৩ নম্বরে নামা গাপটিলকে নিয়ে বাংলাদেশি বোলারদের ওপরে ঝড় তুলতে থাকেন ডেভন কনওয়ে। ফিফটির দেখা পেয়েছেন কনওয়ে। দ্বিতীয় উইকেটে ৮২ রান যোগ করেন কনওয়ে-গাপটিল। গাপটিলকে ফিরিয়ে এই জুটি ভেঙে দেন এবাদত হোসেন। ১৭তম ওভারে জোড়া উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন। ৪০ বলে ৬৪ রান করে আউট হয়েছেন কনওয়ে।