Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশকে ভোগানো আফগান স্পিনারের দাম প্রায় ৫ কোটি

ক্রীড়া ডেস্ক    

বাংলাদেশকে ভোগানো আফগান স্পিনারের দাম প্রায় ৫ কোটি
আল্লাহ মোহাম্মদ গজনফার। ছবি: এসিবি

ওয়ানডে খেলেছেন ৮ টি, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকই হয়নি। নাম ডাকও তেমন ছিল না। সবশেষ বাংলাদেশ সিরিজই যেন আশীর্বাদ হলো আল্লাহ মোহাম্মদ গজনফারের। নুর আহমেদ-রহমানউল্লাহ গুরবাজদের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন এই রহস্য স্পিনার।

৮ ওয়ানডেতে ৪.৩০ ইকোনমিতে ১২ উইকেট শিকার গজনফারের। এর মধ্যে এ মাসেই শারজায় বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৬ রানে ৬ উইকেট নিয়ে তাক লাগিয়ে দেন ১৮ বছর বয়সী এই তরুণ স্পিনার। তাঁর ঘূর্ণি বৈচিত্র্যে রীতিমতো খাবি খেয়েছিলেন শান্ত-মিরাজরা। রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমেদের পর আফগানদের যেন আরেক নতুন প্রতিভা।

এই বছরের ৭ মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় গজনফারের। আন্তর্জাতিক অঙ্গনে পা রাখার অল্প সময়ের মধ্যেই ফ্র্যাঞ্চাইজিদের রাডারে এই তরুণ ক্রিকেটার। এরই মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্স তাঁকে দলে ভিড়িয়েছে। বাংলাদেশের বিপক্ষে জাদু দেখানোর পর আইপিএলে তাঁর প্রতি দলগুলোর আকর্ষণ থাকবে বলে ধারণা করা হচ্ছিল।

সে ধারণাই সত্যি হলো। ২০২৫ আইপিএলের মেগা নিলামে বেঙ্গালুরু-মুম্বাই-কেকেআরের মধ্যে কাড়াকাড়ি পড়ে যায় গজনফারকে নিয়ে। শেষ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ানস ও কলকাতার মধ্যে লড়াইয়ে জিতল মুম্বাই। ৪ কোটি ৮০ লাখ রুপিতে তাঁকে দলে নিয়েছে আইপিএলের সবচেয়ে সফল দলটি।

৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার গজনফার উঠে এসেছেন টেনিস বলের ক্রিকেট খেলে। শুরুতে ছিলেন পেসার। কিন্তু বল ঘোরানোয় দক্ষতা দেখে কোচদের পরামর্শে স্পিন বেছে নেন। স্বভাবত অফ স্পিনার; কিন্তু ক্যারম, স্ট্রেইট, আর্ম ডেলিভারি, লো স্পিন—অনেক ভেরিয়েশন আছে গজনফারের ঝুলিতে।

আইপিএলে দুই বছর নিষিদ্ধ ইংলিশ তারকা

ভারত সিরিজের আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড

বোলারদের রাজত্বের দিনে হেসেখেলে জিতলেন তামিমরা

‘আইসিসির আয়নায় পাকিস্তানের আসল রূপ ধরা পড়েছে’

মাহমুদউল্লাহর অবসরে মন খারাপ বিসিবি সভাপতির

মাহমুদউল্লাহকে বিশেষ সম্মান জানাল আইসিসি

মাদক পাচারের সেই মামলা থেকে খালাস পেলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

মাহমুদউল্লাহর বিদায়বেলায় সাকিব-তামিমদের আবেগী বার্তা

মাহমুদউল্লাহর অবসরের কথা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে তাঁর স্ত্রীর

তবু একটা আফসোস রয়েই গেল মাহমুদউল্লাহর