হোম > খেলা > ক্রিকেট

কোনো বল না খেলেই মধ্যাহ্নভোজে বাংলাদেশ-পাকিস্তান

রাওয়ালপিন্ডির বৈরী আবহাওয়া অপেক্ষা বাড়িয়েই চলেছে বাংলাদেশ ও পাকিস্তানের। সিরিজের প্রথম টেস্টে আজ এখন পর্যন্ত একটা বলও মাঠে গড়ায়নি। কোনো বল না খেলেই মধ্যাহ্নভোজের বিরতিতে এখন দুই দল। 

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বেলা ১১টায়। কিন্তু গত রাতে বৃষ্টির কারণে আউটফিল্ড অনেকটা ভিজে যায়। সাড়ে ১০টায় তাই টস করা সম্ভব হয়নি। গ্রাউন্ড স্টাফরা সব ঠিকঠাক করতে লাগাতার কাজ করছেন। দুই দফায় বাংলাদেশ সময় বেলা ১১টা ও দুপুর ১২টায় মাঠের অবস্থা পর্যবেক্ষণ করেছেন ম্যাচ কর্মকর্তারা। মাঠ পর্যবেক্ষণের সময় আউটফিল্ডের কয়েক জায়গায় গর্ত দেখা গেছে। বেলা ১টায় আবার মাঠের অবস্থা পর্যালোচনা করার কথা বলে ক্রিকবাজে জানা গেছে। মধ্যাহ্নভোজও শুরু হবে তখন। তবে টস কখন হবে, সেটা এখনো নিশ্চিত নয়। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় দুই মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে নামছে বাংলাদেশ ও পাকিস্তান। তবে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের যে অবস্থা, সেখানে এখন অলস সময় কাটছে দুই দলের। মাঠের অবস্থা পর্যবেক্ষণের এক ফাঁকে বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের সঙ্গে কথা বলতে দেখা গেছে। 

বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের অন্তর্ভুক্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে ২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে পয়েন্ট টেবিলের আটে বাংলাদেশ। ছয়ে থাকা পাকিস্তানের সফলতার হার ৩৬.৬৭ শতাংশ। প্রথম টেস্টের পর রাওয়ালপিন্ডিতে হবে দ্বিতীয় টেস্টও। ৩০ আগস্ট শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট।

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল