হোম > খেলা > ক্রিকেট

মুমিনুল-লিটনের ব্যাটে বাংলাদেশের লিড

মাউন্ট মঙ্গানুই টেস্টে আরেকটি দারুণ দিন পার করছে বাংলাদেশ। দিনের শুরুতে সেঞ্চুরির অপেক্ষায় থাকা মাহমুদুল হাসান জয়কে হারালেও বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন মুমিনুল হক আর লিটন দাস। দুজনের জুটি এর মধ্যে সেঞ্চুরি ছাড়িয়ে গেছে। বাংলাদেশও পেয়ে গেছে কাঙ্ক্ষিত লিড।

উপমহাদেশের বাইরে দ্বিতীয় ইনিংসে এবারই প্রথম কোনো দলের বিপক্ষে লিড নিল বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৪১ রান। লিড ১৩ রান। মুমিনুল-লিটনের জুটির এখন পর্যন্ত সংগ্রহ ১৩৮ রান।

আগের দিনের সঙ্গে আর মাত্র আর ৮ রান যোগ করে নিল ওয়াগনারের বলে আউট হয়ে যান জয় (৭৮)। মুমিনুলের সঙ্গে জুটির আশা জাগিয়েও ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে হতাশ করেন মুশফিকুর রহিম (১২)।

এখন পর্যন্ত এরপরের গল্পটা মুমিনুল-লিটনের। বছরটা যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন শুরু করলেন লিটন। ব্যাটিংয়ে রানের ফল্গুধারা অব্যাহত আছে নিউজিল্যান্ডের মাটিতেও। লিটন অপরাজিত আছেন ৬৭ রানে, মুমিনুল ৭৯ রানে। ইনিংসে এখন পর্যন্ত ৯টি চার মেরেছেন লিটন, চারের সংখ্যাই নয়, মুগ্ধতা ছড়িয়েছেন মারার ধরনে। কখনো স্ট্রেইট ড্রাইভ, কখনো কাভার ড্রাইভ, তো কখনো ওয়াগনারের শর্ট বলকে তুলির আছড়ে মিডউইকেটে দিয়ে বাউন্ডারি ছাড়া করছেন। 

পিছিয়ে নেই মুমিনুলও। ৭৯ রানের ইনিংসে ১১টি চার বাংলাদেশ অধিনায়কের। 

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন