হোম > খেলা > ক্রিকেট

শিরোপা জিততে আবাহনীর দরকার ২৮৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অলিখিত ফাইনালে আবাহনীকে ২৮৩ রানের লক্ষ্য দিয়েছে শেখ জামাল। ১৬ রানে তিন টপ অর্ডারের উইকেট হারিয়ে শুরুতে রীতিমতো চাপে পড়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। 

মিডল অর্ডার ও লোয়ার অর্ডারের অসাধারণ ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় শেখ জামাল। তাইবুর রহমান ও নুরুল হাসান সোহান করেছেন ফিফটি। তাঁদের সঙ্গে ফজলে মাহমুদ, পারভেজ রাসুল ও জিয়াউর রহমানরা শেষ দিকে তোলেন ঝড়। তাতে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮২ রান করে শেখ জামাল। 

দ্রুত ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ফজলে ও তাইবুর রহমানের ৮১ রানের জুটিতে প্রাথমিক চাপ সামলিয়ে ওঠে শেখ জামাল। ৭০ বলে ৪০ রান করে আউট হন ফজলে। ৮৫ বলে ৫৩ রান করে আউট হন তাইবুরও। 

এর পরের তিন ব্যাটারই ব্যাটিং করেছেন ১০০-এর বেশি স্ট্রাইক রেটে। রাসুল ৩৭ বলে ৪২, জিয়া ১৪ বলে ৩ ছক্কা ও ১ চারে খেলেছেন ২৯ রানের ঝোড়ো ইনিংস। ৭০ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন অধিনায়ক সোহান। নিজের ইনিংসে ৪টি ছক্কা ও ৮টি চার মারেন শেখ জামালের অধিনায়ক। 

২০১৩ সালে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) লিস্ট ‘এ’ স্বীকৃতি পাওয়ার পর এবারই প্রথম ঘটনা। দুই দল সমান পয়েন্ট নিয়ে সুপার লিগের শেষ ম্যাচে শিরোপার লড়াইয়ে নামছে।

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন