Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

চেন্নাইতে কেমন প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

চেন্নাইতে কেমন প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

ভারত সিরিজের প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইতে বাংলাদেশ ক্রিকেট দল পৌঁছে গেছে গতকাল। চিদাম্বরম স্টেডিয়ামে (চিপক) তীব্র গরমের মধ্যেই  অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ। ক্রিকেটারদের অনুশীলনের সময় প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, ব্যাটিং কোচ ডেভিড হেম্পকেও দেখা গেছে।  

গত কয়েক দিনের বৃষ্টিতে বাংলাদেশের আবহাওয়া তুলনামূলক ঠান্ডা থাকলেও চেন্নাইয়ের অবস্থা একটু অন্য রকম। ভারতের তামিলনাড়ু শহরের তাপমাত্রা আজ ৩১ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু চিপকেই যখন প্রথম টেস্ট শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর, তখন তো বসে থাকার জো নেই। এই গরমের মধ্যেই আটঘাট বেঁধে আজ অনুশীলনে নেমেছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ বিকেল ৫টা ৭ মিনিটে চেন্নাইতে নাজমুল হোসেন শান্তদের অনুশীলনের ভিডিও পোস্ট করেছে। ১ মিনিট ৪০ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা গেছে, শান্ত ব্যাটিং অনুশীলন করছেন। উইকেটের পেছনে দাঁড়িয়ে লিটন দাস কী যেন বলতে চাইলেন।

চেন্নাইতে বাংলাদেশের প্রথম অনুশীলন সেশন মাঠে থেকে পর্যবেক্ষণ করেছেন হাথুরু ও হেম্প। শান্তদের ব্যাটিং অনুশীলনের সময় থ্রোয়ারের কাজও করেছেন তাঁরা।  ব্যাটারদের পাশাপাশি বোলাররাও অনুশীলন করেছেন। নাঈম হাসান, তাইজুল ইসলামরা তাঁদের ঘূর্ণিজাদু কতটা কাজ করছে, সেটা পরখ করেছেন। নাহিদ রানা, সৈয়দ খালেদ আহমেদের মতো পেসাররাও নিজেদের ঝালিয়ে নিয়েছেন।

সফরকারী বাংলাদেশ যেখানে নিজেদের ঝালিয়ে নিচ্ছে, ভারতও তাদের অনুশীলন পর্ব চালিয়েছে আজ। বিরাট কোহলি, রবীচন্দ্রন অশ্বিন, ঋষভ পন্তরা করেছেন অনুশীলন। যেখানে অনুশীলনের সময় কোহলি চিপক স্টেডিয়ামের দেয়াল ভাঙার মতো ঘটনাও ঘটিয়েছেন। আচট মাস পর টেস্ট খেলতে যে কতটা ক্ষুধা নিয়ে নামছেন তিনি, সেটার প্রমাণ তাঁর এমন অনুশীলন। 

পাকিস্তানের বিপক্ষে ১৯১ রানের ইনিংস খেলে জিতিয়েছেন বাংলাদেশকে। চেন্নাইতেও তাঁর ব্যাট থেকে দারুণ কিছু চাইবে বাংলাদেশ।ছবি: বিসিবি বাংলাদেশ দলকে বহনকারী বিমান যখন গতকাল চেন্নাইয়ের চিপকে, তখন  আকাশ থেকেই দেখা যাচ্ছিল, সমুদ্রতীরবর্তী এ এম চিদাম্বরম স্টেডিয়াম। চেন্নাইয়ের আইটিসি গ্র্যান্ড চোলা হোটেলে বিকেলে পৌঁছেই বাংলাদেশ দল পেয়েছে উষ্ণ অভ্যর্থনা। তবে মাঠের লড়াইয়ে ভারতীয়দের কাছে এতটা ‘অভ্যর্থনা’ হয়তো পাবে না বাংলাদেশ। যেখানে ভারত সবশেষ ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছে ২০১২ সালে। ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট তালিকাতেও ভারত এক নম্বরে।

অনুশীলনের সময় কী বলতে চাইছেন মেহেদী হাসান মিরাজ। ছবি: বিসিবিআরও পড়ুন-

অবসরের গুঞ্জন নিয়ে ভারতীয় ক্রিকেটারের রহস্যময় পোস্ট

বিসিবির সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ

চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশে ভারতের দাপট, আছে আফগানিস্তানও

এক তামিম করলেন লন্ডভন্ড, আরেক তামিম দেখলেন হার

শিরোপা জিতে পাকিস্তানকে নিয়ে ভারতীয় তারকা ক্রিকেটারের রসিকতা

ভারতের অনুমোদনহীন লিগ খেলতে গিয়ে বিপাকে আশরাফুলরা

আইসিসি থেকে চ্যাম্পিয়ন ভারত পেল প্রায় ৩০ কোটি টাকা, বাকিরা কত

চ্যাম্পিয়নস ট্রফি শেষ হতেই আইপিএল থেকে সরে দাঁড়ালেন ব্রুক

কেন সাংবাদিকদের গুজব ছড়াতে নিষেধ করলেন রোহিত

ট্রফি জেতার পর শামির মায়ের কদমবুচি করলেন কোহলি