হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের বোলিং কতটা ভয়ংকর বুঝেছে আয়ারল্যান্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে স্রেফ উড়ে গেছে আয়ারল্যান্ড। অতিথিরা ব্যাটে-বলে একদমই সুবিধা করতে পারেনি। ওয়ানডে সিরিজ নিয়ে পড়ে থাকার অবশ্য সময় নেই। আগামী পরশু থেকে চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। 

ওয়ানডে সিরিজের হতাশা পেছনে ফেলে টি-টোয়েন্টিতে নতুন শুরু চায় আয়ারল্যান্ড। আজ চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে অনুশীলন করে আইরিশরা। সেখানে দলের অলরাউন্ডার রস এডেয়ার বলেছেন, ‘অবশ্যই ছেলেরা হতাশ। কিন্তু এটা নতুন শুরু, নতুন সংস্করণ। আমরা ঘুরে দাঁড়াতে চাই এবং যত বেশি সম্ভব ইতিবাচক থাকতে চাই। আমরা এটাকে নতুন একটা সংস্করণে ঘুরে দাঁড়ানোর সুযোগ হিসেবে দেখছি।’ 

তবে এ ক্ষেত্রে বাংলাদেশও যে কতটা শক্তিশালী প্রতিপক্ষ সেটাও বলতে ভোলেননি এডেয়ার। তিনি বলেছেন, ‘আমরা জানি বাংলাদেশ কতটা শক্তিশালী। আমরা লড়াই করতে চাই। আমরা জানি বোলিং বিভাগ হিসেবে বাংলাদেশ কতটা ভয়ংকর হতে পারে। এ ক্ষেত্রে আমরা নিজেদের সেরাটা দিতে চাই এবং এটার সর্বোচ্চ ব্যবহার করতে চাই।’ 

সিলেটে ব্যাটিং বন্ধুত্বপূর্ণ উইকেটে রান উৎসব করে বাংলাদেশ। তবে চট্টগ্রাম ধীর গতির উইকেটে খেলা হওয়ার আশা করছেন আইরিশ অলরাউন্ডার এডেয়ার। তিনি বলেন, ‘এটা হয়তো ধীর গতির হবে, টার্ন থাকতে পারে। আমরা দেখেছি ইংল্যান্ড সিরিজে এখানে উইকেট কেমন ছিল। সেখান থেকে আমরা কিছু নোট নেব।’

ওসমান হাদিকে জার্সি উৎসর্গ বিপিএলের দল রাজশাহীর

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান