হোম > খেলা > ক্রিকেট

চেন্নাইয়ের হয়ে অভিষেক মোস্তাফিজের

ক্রীড়া ডেস্ক

মাতিশা পাতিরানার চোট পাওয়ার পর থেকেই আইপিএলের শুরু থেকে খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল মোস্তাফিজুর রহমানের। আজ উদ্বোধনী ম্যাচে সেটাই বাস্তবে মিলে গেল। বাংলাদেশি পেসারকে রেখেই একাদশ দিয়েছে চেন্নাই সুপার কিংস। 

আইপিএলের পঞ্চম দল হিসেবে চেন্নাইয়ের হয়ে অভিষেক হচ্ছে মোস্তাফিজের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে শুরু থেকেই থাকছেন তিনি। বেঙ্গালুরু টস জিতে ব্যাটিং নেওয়ায় শুরুতেই বোলিংয়েরও সুযোগ পাচ্ছেন ২৮ বছর বয়সী পেসার। তাঁর সঙ্গে একাদশে সুযোগ পাওয়া অন্য তিন বিদেশি হচ্ছেন—মহীশ তিকশানা এবং নিউজিল্যান্ডের দুই অলরাউন্ডার রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেল। 

চেন্নাইয়ের উইকেট বিবেচনা করেই মোস্তাফিজকে দলে রেখেছেন মহেন্দ্র সিং ধোনির বদলে এবার অধিনায়কত্বের বাহুবন্ধনী পাওয়া রুতুরাজ গায়কোয়াড়। কেননা চেন্নাইয়ের কন্ডিশন ও উইকেট ফিজের বোলিংয়ের সঙ্গে খুবই মানানসই। এবার দলের আস্থার প্রতিদান দেওয়ার পালা বাংলাদেশের বাঁহাতি পেসারের। 

সিলেটে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোট পান পাতিরানা। সেই চোট তাঁকে চার থেকে পাঁচ সপ্তাহ মাঠের বাইরে রাখবে বলে জানিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। লঙ্কান পেসার চোট পাওয়ায় মোস্তাফিজের সুযোগ হয়েছে আজ মাঠে নামার।


এর আগে আইপিএলে চার দলের হয়ে ৬ টুর্নামেন্ট খেলে ৪৮ ম্যাচে ৪৭ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। ২০১৬ সালে অভিষেক আসরে সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করার পথে ১৭ উইকেট নেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সে পেয়েছিলেন একমাত্র বিদেশি হিসেবে উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও।

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

সেকশন