হোম > খেলা > ক্রিকেট

ডমিঙ্গোর বাড়িতে তামিমদের দাওয়াত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুক্রবার শুরু দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজ বাঁচাতে বাংলাদেশ দল এখন গেবেখায় (সাবেক পোর্ট এলিজাবেথ)। এখানেই জন্ম ও বেড়ে ওঠা দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর। নিজ শহরে পুরো দলকে পাওয়ার সুযোগটা হাতছাড়া করছেন না তিনি। তামিম ইকবাল, মুমিনুল হকদের নিজের বাড়িতে নিমন্ত্রণ জানিয়েছেন ডমিঙ্গো।  

আগামীকাল বৃহস্পতিবার রাতে নৈশভোজের আয়োজন করছেন ডমিঙ্গো। সাদা চোখে এটা সামাজিকতার বিষয় হলেও এই নৈশভোজের বিশেষ তাৎপর্য আছে।  

সম্প্রতি দলের খেলোয়াড়দের সঙ্গে ডমিঙ্গোর দূরত্বের গুঞ্জন ওঠে। বিশেষ করে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে। 

এই প্রেক্ষাপটে নৈশভোজের নিমন্ত্রণটা নিশ্চয়ই অন্যরকম তাৎপর্য বহন করবে৷ 

অবশ্য বাইরে যে আলোচনাই হোক, দলের চিত্র আজ অন্যরকমই দেখাল ৷ সেন্ট জর্জেস পার্কের অনুশীলনে ডমিঙ্গোর সঙ্গে ফুরফুরে মেজাজে অনেকক্ষণ আলাপ করতে দেখা যায় ওয়ানডে অধিনায়ক তামিমকে। তাঁদের এই ছবি দেখে কে বলবে গুরু-শিষ্যের দূরত্ব বা নানা বিষয়ে মত পার্থক্য রয়েছে! 

কোচের সঙ্গে সিনিয়র ক্রিকেটের দূরত্ব বা মতপার্থক্যের বিষয়টি মানতে নারাজ টিম ম্যানেজমেন্টের এক সদস্যেও। তাঁর দাবি, দল হারলেই দূরত্বের ব্যাপারটা সংবাদমাধ্যমে আসছে। রসিকতার সুরে তিনি আজকের পত্রিকাকে বলেছেন, ‘আপনারা (সংবাদমাধ্যম) দূরত্ব দেখছেন, কিন্তু দলের কেউ তা মনে করছে না। তার বাসায় কিন্তু আগামীকাল আমাদের ডিনারের দাওয়াত (হাসি)।’

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা সপ্মর্কিত পড়ুন:

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

সেকশন