হোম > খেলা > ক্রিকেট

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পাকিস্তান

টানা চার জয়ে সবার আগে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছিল পাকিস্তান। আজ সুপার টুয়েলভের শেষ ও নিয়মরক্ষার ম্যাচেও বাবর আজমের দল ছিল দুর্দান্ত। স্কটল্যান্ডকে ৭২ রানে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে গেল তারা। সেমিতে পাকিস্তানের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অন্য সেমিতে ইংল্যান্ড খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। 

শারজায় টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮৯ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ৬ উইকেটে ১১৭ রানে থেমে যায় স্কটল্যান্ড। 

লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্কটল্যান্ড। দলীয় ২৩ রানে কাইল কোয়েৎজারকে (৯) ফেরান হাসান আলী। দলীয় ২৬ রানে রান আউটের শিকার হয়ে ফেরেন ম্যাথিউ ক্রস (৫)। এরপর শাদাব খান এক ওভারে আরও দুই উইকেট তুলে নিয়ে স্কটল্যান্ডকে আরও পিছিয়ে দেন। ৪১ রানে ৪ উইকেট হারিয়ে স্কটল্যান্ড তখন ম্যাচ থেকেই একরকম ছিটকে পড়ে। দলীয় ৮৭ রানে ফিরে যান মাইকেল লিস্ক। শেষ পর্যন্ত স্কটল্যান্ড থামে ১১৭ রানে। 

এদিন আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই সতর্ক পাকিস্তানি দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। দলীয় ৩৫ রানে রিজওয়ানকে (১৫) ফিরিয়ে দেন হামজা তাহির। তবে যাওয়ার আগে নতুন এক মাইলফলক গড়ে যান রিজওয়ান। টি-টোয়েন্টিতে এক পঞ্চিকা বর্ষে সবচেয়ে বেশি রান এখন তাঁর (৪১ ম্যাচে ১৬৭৬)। এই ম্যাচ দিয়ে ক্রিস গেইলের ২০১৫ সালে ৩৬ ম্যাচে করা ১৬৬৫ রান টপকে গেছেন তিনি। 

এরপর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি ফখর জামানও (৮)। এরপর দারুণ গতিতে দলকে এগিয়ে নেন বাবর ও মোহাম্মদ হাফিজ। দলীয় ১১২ রানে হাফিজকে ফিরিয়ে এ জুটি ভাঙেন সাফিয়ান শরিফ। ১৯ বলে ৩১ রান করে আউট হন হাফিজ। এর মাঝে এই বিশ্বকাপের চতুর্থ ফিফটি করেন বাবর। দলীয় ১৪২ রানে আউট হন পাকিস্তান অধিনায়ক। ফেরার আগে ৪৭ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬৬ রান করেন বাবর। 

অধিনায়কের বিদায়ের পর ঝড় তুলেন অভিজ্ঞ শোয়েব মালিক। ইনিংসে শেষ বলে ছক্কা মেরে ১৮ বলে নিজের ফিফটি করেন তিনি। শেষ ওভারে ২৬ রান নিয়ে পাকিস্তান থামে ১৮৯ রানে। শেষ ৮ ওভারে পাকিস্তান নিয়েছে ১১৪ রান। 

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ