হোম > খেলা > ক্রিকেট

শোয়েবকে ‘মানুষ’ হয়ে ব্র্যান্ড হওয়ার পরামর্শ রমিজের 

সামাজিক মাধ্যমে খেলোয়াড়দের সমালোচনা এখন শোয়েব আখতারের নিয়মিত কাজ। পাকিস্তানের বর্তমান থেকে সাবেক ক্রিকেটারদের প্রায়ই নানাভাবে ট্রল করে থাকেন তিনি। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের’ এমন কাজে সন্তুষ্ট নন রমিজ রাজা। রমিজের মতে, শোয়েবের আগে ‘মানুষ’ হওয়া জরুরি। 

বাবর আজম, কামরান আকমল, শাহিন শাহ আফ্রিদিদের সম্প্রতি বেশ সমালোচনা করেছেন শোয়েব। বাবরের যোগাযোগ দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক এই পেসার। কদিন আগে এক লাইভ টিভি প্রোগ্রামে কামরানের ‘স্ক্রিন’ শব্দ উচ্চারণ নিয়ে উপহাস করেছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।’

শোয়েবের এমন কর্মকাণ্ডে পাল্টা খোঁচা দিয়েছেন রমিজ। স্থানীয় এক টিভি চ্যানেলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান বলেন, ‘শোয়েব আখতার একজন বিভ্রান্তিকর সুপারস্টার। কয়েক দিন আগে কামরান আকমলের সঙ্গে তার একটা ঘটনা ঘটেছে। সে (শোয়েব) সবাইকে ব্র্যান্ড বানাতে চায়। তবে প্রথমে মানুষ হওয়া জরুরি। আগে মানুষ হোন, তারপর ব্র্যান্ড হবেন।’ 

রমিজের মতে, সাবেক ক্রিকেটাররা আবোলতাবোল মন্তব্য করে পাকিস্তানের ক্রিকেটকে নষ্ট করছেন। পিসিবির সাবেক চেয়ারম্যান আরও বলেন, ‘উল্টাপাল্টা মন্তব্য করে সাবেক ক্রিকেটাররা আমাদের ক্রিকেট ব্র্যান্ড নষ্ট করছেন। প্রতিবেশী দেশে এমন ঘটনা দেখা যায় না। সুনীল গাভাস্কারকে কখনো আপনি রাহুল দ্রাবিড়ের সমালোচনা করতে দেখবেন না। এটা শুধুই পাকিস্তানে হয়। এখানে সাবেক ক্রিকেটাররা কখনো অন্যদের পেশাগত কাজ ঠিকঠাক করতে দেন না।’

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ