হোম > খেলা > ক্রিকেট

ইংল্যান্ডে তাসকিনকে মিস করছেন হাসান

চেমসফোর্ডে বৃষ্টির শঙ্কা আগে থেকেই ছিল। ধারণা করা হয়েছিল, বৃষ্টিতে ভেস্তে যেতে পারে বাংলাদেশ-আয়ারল্যান্ডের প্রথম ওয়ানডে। শেষ পর্যন্ত তা-ই হয়েছে। গতকাল অবশ্য নির্দিষ্ট সময়েই ম্যাচটি শুরু হয়েছিল। কিন্তু শুরু হলেও শেষটা আর দেখা যায়নি।

প্রথম ওয়ানডে ভেস্তে গেলেও নিজেদের পারফরম্যান্স নিয়ে খুশি হাসান মাহমুদ। গতকাল ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর এমনটিই জানিয়েছেন বাংলাদেশি পেসার। সঙ্গে গত কয়েক বছর ধরে বাংলাদেশের পেস আক্রমণের নেতা তাসকিন আহমেদকে ইংল্যান্ডের কন্ডিশনে মিস করছেন বলেও জানিয়েছেন ২৩ বছর বয়সী এই পেসার।

প্রথমে ব্যাটিং করে মুশফিকুর রহিমের ফিফটিতে বাংলাদেশ ৯ উইকেটে ২৪৬ রান করে। এই রানে প্রতিপক্ষকে আটকাতে বোলিংয়ে দুর্দান্ত শুরু করেছিলেন বাংলাদেশের বোলাররা। ৬৩ রানের মধ্যেই আয়ারল্যান্ডের ৩ উইকেট নেন তাঁরা। বোলিংয়ের সময় নিজেদের পরিকল্পনা নিয়ে হাসান বলেছেন, ‘ফোর্থ থেকে ফিফথ স্টাম্পে ওদের বল করা, স্টাম্প টু স্টাম্প বল করা, জায়গা না দেওয়া, যতটুকু সম্ভব স্টাম্পে বল করা, সুইং ও নতুন বলের ব্যবহার করতে পারা। আমি ও শরিফুল মোটামুটি খুব ভালো শুরু করেছিলাম। ওদের ২টা উইকেট পড়েছে আমাদের স্পেলে, পরে তাইজুল ভাই একটা নিয়েছেন। আমরা খুবই ভালো অবস্থায় ছিলাম।’

ইংল্যান্ডের কন্ডিশনে প্রথমবারের মতো খেলতে যাওয়া হাসান নিজেদের বোলিং আক্রমণকে সবকিছু মিলিয়ে খুব ভালো হিসেবে দাবি করেছেন। সঙ্গে তাসকিনকে মিস করার বিষয়ে তিনি বলেছেন, ‘শুরুতে বলি, আমি ও শরিফুল আজকে ভালো একটা শুরু করেছি। যদিও আমরা দুজনেই চোটের মধ্যে ছিলাম কিছু সময়। এখন আমরা মোটামুটি ফিট আছি। আর তাসকিন ভাই যেহেতু চোটে, উনি আবার কামব্যাক করবেন ইনশা আল্লাহ। উনাকে মিস করছিলাম আজকে। ওভার অল বলতে গেলে আমার পেস বোলিং ইউনিট খুব ভালো। এবাদত ভাই, মোস্তাফিজ ভাই বলেন, তাসকিন ভাই, সবাই একটা রিদমে আছেন। সবাই মিলে চেষ্টা করব বাংলাদেশ দলের জন্য একটা ইউনিট হিসেবে কাজ করতে। এর জন্য সবাই দোয়া করবেন।’

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন