হোম > খেলা > ক্রিকেট

কাটল ভিসা জটিলতা, ভারতে যেতে বাধা নেই বাবরদের

উদ্বেগজনক পরিস্থিতি কাটল পাকিস্তানের। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বিশ্বকাপ খেলতে উড়াল দেওয়ার জন্য তাদের যে ভিসা জটিলতায় পড়তে হয়েছিল, সেটি কেটে গেছে। বাবর আজম ও তাঁর দল এখনন ভারত সফরে যেতে পারবেন। 

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বরাতে গতকাল ক্রিকবাজ জানায়, পাকিস্তান দলের ভিসা অনুমোদন দিয়েছে ভারত সরকার। ভিসা জটিলতা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উদ্বেগ প্রকাশের ঘণ্টাখানেকের মধ্যে সুখবর পায় তারা। তার আগে পিসিবি জানায়, বিষয়টি তারা আইসিসির কাছে জানিয়েছে। আর আইসিসি জানায়, ভিসা পদ্ধতির বিষয়টি স্বাভাবিক প্রশাসনিক পদ্ধতিতে হয়েছে। 

পরে পিসিবি নিশ্চিত করে, তারা ভিসা অনুমোদনের তথ্য পেয়েছে। আগামী বুধবার বিকেলে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হবে পাকিস্তান। ৬ অক্টোবর হায়দরাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে পাকিস্তানের। তার আগে হায়দরাবাদে ক্লোজড ডোরে ২৯ সেপ্টেম্বর নিউজল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচ খেলবেন বাবররা। 

ভিসা পেতে দেরি হওয়ার কারণ হিসেবে ক্রিকবাজ আরও জানায়, পাকিস্তান দেরিতে আবেদন করেছিল। এই জটিলতার কারণে বিশ্বকাপের আগে দুবাইয়ে থাকার পরিকল্পনা বাদ দিতে বসেছিল পাকিস্তান। 

গতকাল ভারতের ভিক্রান্ত গুপ্ত নামের এক সংবাদ উপস্থাপকের তাঁর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে জানান, ‘পাকিস্তান ও আফগানিস্তানের বিশ্বকাপের ভিসা নিশ্চিত হয়েছে। উভয় দল নিজেদের পরিকল্পনামাফিক সফর করতে পারবেন।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ