হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের

ক্রীড়া ডেস্ক

সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-৩ ব্যবধানে সমতায় থাকায় শেষ ম্যাচটি দাঁড়িয়েছিল সিরিজ নির্ধারণীতে। তাতে শেষ হাসি হাসল ইংল্যান্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাবর আজমদের ৬৭ রানে হারিয়েছে মঈন আলীরা। সেই সঙ্গে ১৭ বছর পর পাকিস্তান সফরে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল ইংল্যান্ড। 

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ডেভিড মালানের ৪৭ বলে অপরাজিত ৭৮ রানের সুবাদে ৩ উইকেটে ২০৯ রানের সংগ্রহ পায় ইংলিশরা। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৮ চার ও ৩ ছয়ে। এ ছাড়া ইংল্যান্ডের হয়ে ২৯ বলে ৪৬* রান করেন হ্যারি ব্রুক। রান আউট হওয়া বেন ডাকেট করেন ৩০ রান। 

লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৪২ রানে থামে পাকিস্তান। শুরুতেই দুই ওপেনার বাবর (৪) ও মোহাম্মদ রিজওয়ানকে (১) হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকেরা। সেই চাপ আর সামাল দিতে পারেনি পাকিস্তান। শান মাসুদের ৪৩ বলে ৫৬ রানের ইনিংসটি কেবল হারের ব্যবধানটুকু কমাতে পেরেছে। শেষদিকে একের পর এক উইকেট হারাতে থাকে তারা। পাল্লা দিয়ে বাড়তে থাকা রানের ব্যবধান কমাতে দ্রুত ব্যাট চালাতে গিয়ে বিদায় নেন আসিফ আলী ও মোহাম্মদ নওয়াজরা। পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন খুশদিল শাহ। 

ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন ক্রিস ওকস। ২ উইকেট শিকার করেছেন ডেভিড উইলি। ইংল্যান্ড সিরিজ জিতে নিল ৪-৩ ব্যবধানে। 

সেঞ্চুরি­ করেও হারের যন্ত্রণা বিজয়ের

সাকিবের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

সেকশন