হোম > খেলা > ক্রিকেট

সাকিবকে পেছনে ফেলে আবারও শীর্ষে সাউদি

টি-টোয়েন্টি সংস্করণে রেকর্ড সর্বোচ্চ উইকেট নিয়ে সাকিব আল হাসান ও টিম সাউদির মধ্যে বেশ ইঁদুর-বিড়াল দৌড় হচ্ছিল। কিছুদিন সাউদি তো কিছুদিন সাকিব। এবার হয়তো মিউজিক্যাল চেয়ারের এই খেলা অনেক দিন বন্ধ থাকবে।

গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জনি বেয়ারস্টোকে আউট করে আবারও শীর্ষে উঠেছেন সাউদি। এখন নিউজিল্যান্ড পেসারের উইকেটের সংখ্যা ১৪১টি। এত দিন যৌথভাবে ১৪০ উইকেটে সাকিবের সঙ্গে শীর্ষে ছিলেন তিনি। সিরিজের এখনো তিন ম্যাচ বাকি থাকায় উইকেটের সংখ্যা স্থির থাকার সুযোগ কম। এতে করে কিউই পেসারের কাছেই সংক্ষিপ্ত সংস্করণের উইকেটের ব্যাটন থাকছে।

এই মুহূর্তে বাংলাদেশের কোনো টি-টোয়েন্টি সিরিজ নেই। এশিয়া কাপ ও বিশ্বকাপের পর প্রথম যে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ, সেটি আগামী ডিসেম্বরে। প্রতিপক্ষ হিসেবে সাকিব আবার সাউদিকেই পাবেন। ফলে দুজনেরই তখন সুযোগ থাকবে উইকেটের সংখ্যা বাড়ানোর। গত মার্চে সাউদিকে ছাড়িয়ে শীর্ষে উঠেছিলেন বাংলাদেশি অলরাউন্ডার। পরে দুজনে যৌথভাবে শীর্ষে ছিলেন।

রেকর্ড গড়ার দিন অবশ্য রাঙাতে পারেননি সাউদি। ইংল্যান্ডের কাছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে তাঁর দল। চেস্টার-লি স্ট্রিটে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৩৯ রান করে নিউজিল্যান্ড। এই রান তাড়া করতে নেমে ৩৬ বল হাতে রেখে জয় পায় স্বাগতিকেরা। ডেভিড ম্যালানের ফিফটি আর হ্যারি ব্রুকের অপরাজিত ৪৩ রানের ইনিংসে সহজ জয় পেয়ে চার ম্যাচের সিরিজে ১–০ এগিয়ে গেছে ইংলিশরা। ম্যালান ও ব্রুক দলকে দাপুটে জয় এনে দিলেও ম্যাচ-সেরা হয়েছেন অভিষিক্ত ব্রাইডন কার্স। ২৩ রানে ৩ উইকেট নিয়েছেন এই পেসার। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আগামীকাল ম্যানচেস্টারে।

সিলেটে ২০০ টাকায় দেখা যাবে বিপিএল

জিম্বাবুয়ের নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক এনগারাভা

ওসমান হাদিকে জার্সি উৎসর্গ বিপিএলের দল রাজশাহীর

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস