Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

কিছু দেশ ফুটবলের মতো খেলে ক্রিকেটকে ধ্বংস করছে

ক্রীড়া ডেস্ক

কিছু দেশ ফুটবলের মতো খেলে ক্রিকেটকে ধ্বংস করছে

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে রেকর্ড ৩৪২ রান তাড়া করে জিতেছে পাকিস্তান। অবিশ্বাস্য টেস্ট জয়ে অভিভূত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজাও। এমন সাফল্যের পেছনে বোর্ডের কিছু নীতি ও পরিকল্পনার গুরুত্ব বুঝিয়েছেন পাকিস্তানের বোর্ড সভাপতি। তিনি স্থানীয় সংবাদমাধ্যমের কাছে ক্রিকেট নিয়ে ব্যক্তিগত কিছু মতামত তুলে ধরেছেন। তাঁর মতে, কিছু দেশ ক্রিকেটকে ফুটবলের মতো খেলে ধ্বংস করছে । 

রমিজ রাজা সংবাদমাধ্যমের কাছে ক্রিকেটের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে কথা বলেছেন। পিসিবি সভাপতি মনে করেন, ক্রিকেটের সার্বিক উন্নয়নের নামে কিছু লোক ও দেশ খেলাটাকে নষ্ট করছেন। তিনি বলেছেন, ‘কিছু লোক ক্রিকেটকে ধ্বংস করছে ফুটবলের মতো খেলে। কিছু দেশ এরই মধ্যে খেলাটিকে ধ্বংস করেছে। বছর শেষে খুব শিগগির তাঁরা বুঝতে পারবে কী করেছে।’ 

রমিজ সংবাদমাধ্যমে দল নির্বাচন ও অধিনায়কের বিষয়েও কথা বলেছেন। বিশ্বকাপজয়ী ক্রিকেটার দল নির্বাচনে কোনো অনধিকার চর্চা করেন না বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ‘দল নির্বাচনে কোনো হস্তক্ষেপ করি না। যদিও আমার অধিকার আছে।’ 

দলে অধিনায়কের গুরুত্ব অপরিহার্য বলে মনে করেন রমিজ। বাবর আজমের নেতৃত্বেও মুগ্ধ হয়েছেন সাবেক এই পাকিস্তান ক্রিকেটার। তিনি বলেছেন, ‘যদি দলের অধিনায়ক যথেষ্ট শক্তিশালী না হয় তবে দলের উন্নতি হবে না।’ 

রমিজ রাজার নেতৃত্বাধীন বোর্ডের অধীনে পাকিস্তান দুর্দান্ত ক্রিকেট খেলছে। বাবর-শাহিন শাহ আফ্রিদিরা ধারাবাহিক পারফরমেন্সের সাফল্য পেয়েছেন শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্টেও । দুই টেস্টের প্রথমটিতে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা। দলের দুরন্ত ছন্দের পেছনে বোর্ডের নীতি ও পরিকল্পনাগুলো কাজ করছে বলে মনে করেন বোর্ড সভাপতি।

নিউজিল্যান্ডের কাছে হারের পর দক্ষিণ আফ্রিকার গুরুতর অভিযোগ

মুশফিকের সেই পাঁজরভাঙা সেঞ্চুরি আজও মনে পড়ছে মাহমুদউল্লাহর

মুশফিকের পরিশ্রম নিয়ে আমরা হাসাহাসিও করি: তামিম

অভিমান থেকেই মুশফিকের অবসর

হঠাৎই মুশফিকের অবসর ঘোষণা

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড

ভারতের ফাইনালের টিকিট এত তাড়াতাড়ি শেষ

আইসিসির কাছে ক্রিকেটের যে নিয়ম বদলাতে বলেছেন ভারতীয় ক্রিকেটার

মাহমুদউল্লাহকে টপকে রোহিতের রেকর্ড ভাঙতে যাচ্ছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার

১১ দিনে অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড ভেঙে দিল নিউজিল্যান্ড