Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

ভিসা না পাওয়া রানা লাল বলের অনুশীলনে

অনলাইন ডেস্ক

ভিসা না পাওয়া রানা লাল বলের অনুশীলনে
অনুশীলনে নাহিদ রানা। ছবি: ফেসবুক

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামীকাল। বাংলাদেশ দলের ১৫ সদস্যের মধ্যে ১৩ জন শারজায় প্রথম দিনের অনুশীলন করেছেন গতকাল। তবে ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে যোগ দিতে পারেননি পেসার নাহিদ রানা ও স্পিনার নাসুম আহমেদ।

প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া নাহিদ রানাকে এই সমস্যায় পড়তে না হলে গতকালই শারজায় তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে অনুশীলনে দেখা যেত। ঢাকায় থেকে যাওয়ায় আজ সকালে মিরপুর ইনডোরে এই পেসারকে গত দুই টেস্ট সিরিজে খেলা কয়েকজন ক্রিকেটারের সঙ্গে লাল বলে অনুশীলন করতে দেখা গেছে।

ইনডোরে মাহমুদুল হাসান জয়, পেসার হাসান মাহমুদ, সাদমান ইসলাম ও মুমিনুল হকের সঙ্গে লাল বলের প্রস্তুতি নিতে দেখা যায় রানাকে। তবে নাসুম অনুপস্থিত ছিলেন অনুশীলনে। তাঁর ফোনে বেশ কয়েকবার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

এখনো নাহিদ ও নাসুমের সংযুক্ত আরব আমিরাতের ভিসা হয়নি। ক্রিকেট অপারেশনস বিভাগ থেকে তাঁদের ভিসার সর্বশেষ পরিস্থিতি জানতে চাওয়া হলে জানানো হয়, দুবাইগামী ফ্লাইটের টিকিট বুকিং করা আছে। তবে এখনো ভিসা পাননি তাঁরা। তবে আজ দিনে পেলে রাতের ফ্লাইটেই পাঠিয়ে দেওয়া হবে, সেভাবে প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে দুই ক্রিকেটারকে।

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকেরা

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

সব ক্রিকেট বোর্ডকেই আইপিএল বর্জন করতে বলছেন পাকিস্তানি ক্রিকেটার

রিয়ালের হারের রাতে কেন তুলে নেওয়া হলো এমবাপ্পেকে

নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামলেই নতুন রেকর্ড গড়বেন কোহলি

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

আইসিসি থেকে বাংলাদেশের চেয়ে বেশি টাকা পাচ্ছে আফগানরা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে প্রোটিয়ারা

ভারতকে সুবিধা দিতে কষ্ট করতে হচ্ছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার

স্বপ্নভঙ্গ আফগানদের, সেমিতে প্রোটিয়ারা