নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রচণ্ড তাপ দাহে বিপর্যস্ত জন জীবন। এই তীব্র গরমের মধ্যেই ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম পর্ব খেলেছেন ক্রিকেটাররা। গরমের কথা মাথায় রেখেই সুপার লিগ শুরু করতে একটু বাড়তি সময় নিচ্ছে সিসিডিএম।
এ নিয়ে আজ বৈঠকে বসে সিসিডিএম। বৈঠক শেষে সিসিডিএমের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী জানিয়েছেন, আগামী ১ মে থেকে শুরু হবে সুপার লিগ। তিনি বলেছেন, 'আমরা ক্লাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি ১ মে থেকে শুরু করব। লম্বা সময় বিরতি দিয়েছি। গরমের প্রভাব কমুক, একটু ঠান্ডা আবহাওয়া আসুক, এই চিন্তায় পিছিয়ে দেওয়া হয়েছে। ক্লাবগুলোও বলল, ঈদের পর একটু বিরতি দেওয়ার জন্য। এছাড়াও ঈদের পর পর এখানে একটা ওয়ার্কশপ আছে, বায়ো মেকানিক্যাল, ওই সময়টাতে বিরতি দেওয়া হয়েছে।'
সুপার লিগ শেষ হবে আগামী ১৪ মে। একদিন রিজার্ভ ডে রাখা হয়েছে এই পর্বে। অন্যদিকে রেলিগেশন লিগ শেষ হবে আগামী ৯ মে। প্রতিবারের মতো এবারও আম্পায়ারিং বিতর্ক থেকে বের হতে পারেনি ডিপিএল। এই প্রসঙ্গও এসেছে আজ। এ নিয়ে সালাউদ্দিন চৌধুরী বলেছেন, 'প্রথম দিন থেকেই নতুন আম্পায়ারদের কাছে শতভাগ পাবেন না। আশা করাটা একটু বেশি হয়ে যায়। গত বছর আম্পায়ার্স কমিটি দারুণ সমর্থন দিয়েছে। এবারও তারা দারুণ সমর্থন দিচ্ছে। এই কারণে আমরা লিগগুলো দারুণভাবে শেষ করতে পারছি। সবাইকে এসব মেনে নিতে হবে। কারণ মানুষের ভুল হলে সামনে একই জিনিস আর করবে না। এটাই আমরা বলতে পারি, এর চেয়ে বেশি কিছু করতে পারি না।'