হোম > খেলা > ক্রিকেট

ফরহাদের বিদায়ের দিনে মিঠুনের সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক    

প্রায় দুই দশকের প্রথম শ্রেণি ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন বরিশালের ক্রিকেটার ফরহাদ হোসেন। ছবি: বিসিবি

সতীর্থরা উপহার দিলেন দলের সব খেলোয়াড়ের স্বাক্ষরিত বিশেষ জার্সি, নির্বাচক হান্নান সরকার তুলে দিলেন বিসিবির বিশেষ সম্মাননা ক্রেস্ট। নিজের মাঠে বেশ সুন্দর বিদায়ী সংবর্ধনা পেলেন রাজশাহীর ক্রিকেটার ফরহাদ হোসেন। প্রায় দুই দশকের প্রথম শ্রেণি ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন আজ ৩৮ ছুঁই ছুঁই এই অলরাউন্ডার। ফরহাদের বিদায়টা আরও সুন্দর হতো, যদি রংপুরের বিপক্ষে জিততে পারত রাজশাহী।

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে ১০১ রানে রংপুরের কাছে হেরে গেছে রাজশাহী। ২৬৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৬১ রানে গুটিয়ে গেছে তারা। প্রথম ইনিংসে রংপুর ও রাজশাহী দুই দলেরই স্কোর ছিল সমান ১৮৯।

বিদায়ী ম্যাচে রাজশাহীর ফরহাদ প্রথম ইনিংসে ২৬ ও দ্বিতীয় ইনিংস করেছেন ৯ রান। চলতি লিগে আট ইনিংসে একবার ছুঁতে পেরেছেন ফিফটি (৯৭)। ২০০৫ সালে রাজশাহী স্টেডিয়ামে প্রথম শ্রেণির ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল ফরহাদের। ১৬১ ম্যাচে করেছেন ৯০৬৫ রান, গড় ৩৫.৯৭। ১৮টি সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৪৬ ফিফটি। বল হাতে নিয়েছেন ১৬৫ উইকেট।

কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে সিলেটের বিপক্ষে ফলোঅনে পড়েও দ্বিতীয় ইনিংসে মোহাম্মদ মিঠুনের সেঞ্চুরি, ইমরুল কায়েস ও এনামুল হক বিজয়ের ফিফটিতে জয়ের সমান ড্র করেছে খুলনা। প্রথম ইনিংসে ৪৯৬ রানে ইনিংস ঘোষণা করেছিল সিলেট। বিপরীতে প্রথম ইনিংসে ২৭৩ রানে অলআউট হয়ে যায় খুলনা। তাতে ২২৩ রানের লিড পায় সিলেট। আর হারের শঙ্কা জেঁকে বসে খুলনার ওপর।

সেঞ্চুরি তুলে নিলেন মোহাম্মদ মিঠুন। ছবি: বিসিবি

তবে আজ শেষ দিন বিজয়ের ১০১ বলে ৫৪, ইমরুলের ১৬২ বলে ৭১, মোহাম্মদ মিঠুনের অপরাজিত ১০৮ বলে ১০২ এবং নুরুল হাসান সোহানের ৬০ বলে ৬০ রানের ইনিংসে চড়ে ৩ উইকেটে ২৯৬ রান করলে সিলেট, দিনের খেলা শেষ হয়ে যায়।

সিলেটে ড্র হয়ে গেছে ঢাকা ও ঢাকা মহানগরের ম্যাচটিও। মহানগরের দেওয়া ২৫৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৮ উইকেটে ঢাকা ১৪৮ রান তুললে ম্যাচ ড্র হয়ে যায়। তার আগে ১১ রানে পিছিয়ে থেকে মহানগর দ্বিতীয় ইনিংসে করেছে ২৬৭ রান। ঢাকার পেসার এনামুল হক নিয়েছেন ৬ উইকেট।

এনসিএলের চতুর্থ রাউন্ড শেষে পয়েন্ট টেবিল

জয় হার ড্র পয়েন্ট

সিলেট ২ ০ ২ ৬

ঢাকা মহানগর ২ ১ ১ ৫

রংপুর ২ ১ ১ ৫

খুলনা ১ ০ ৩ ৫

ঢাকা ০ ০ ৪ ৪

রাজশাহী ১ ২ ১ ৩

চট্টগ্রাম ১ ২ ১ ৩

বরিশাল ০ ৩ ১ ১

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

ফেব্রুয়ারিতে মেয়েদের বিপিএল

পাওনা টাকা পেয়েই জ্বলে উঠলেন তাসকিনরা

সেকশন