হোম > খেলা > ক্রিকেট

সাকিবদের বিপক্ষে ইতিহাস গড়া এলিস খেলবেন আইপিএলে

ক্রীড়া ডেস্ক, ঢাকা

আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবেই চমক দেখিয়েছিলেন নাথান এলিস। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে অভিষেকেই হ্যাটট্রিক করেছিলেন এই অস্ট্রেলিয়ান পেসার। সেই এলিস এবার ডাক পেয়ে গেলেন সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের বাকি অংশে। ফ্র্যাঞ্চাইজি দল পাঞ্জাব কিংসের হয়ে খেলবেন তিনি। 

এ মাসের শুরুর দিকে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে যায় অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে একাদশে প্রথমবার সুযোগ পান এলিস। সুযোগ পেয়েই তাক লাগিয়ে দেন ২৬ বছর বয়সী এই পেসার। অভিষেকেই প্রথম বোলার হিসেবে করেন হ্যাটট্রিক। বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়ে যান হাতেনাতে। রিজার্ভ খেলোয়াড় হিসেবে ড্যান ক্রিস্টিয়ান আর ড্যানিয়েল স্যামসের সঙ্গে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পান এলিস। 

আইপিএলে ডাক পেয়ে অল্প সময়ের মধ্যে এবার আরেকটি সুখবর পেলেন এলিস। জানা গেছে, তাঁকে দলে নিতে রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছিল আইপিএলের তিনটি ফ্র্যাঞ্চাইজি। যদিও শেষ পর্যন্ত পাঞ্জাব কিংসই কিনে নেয় এই অস্ট্রেলিয়ান পেসারকে। সামাজিক যোগাযোগমাধ্যমে এলিসকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। 

আমিরাতে স্থগিত আইপিএলের বাকি অংশে দুই অস্ট্রেলিয়ান পেসার ঝাই রিচার্ডসন আর রিলে মেডেরিথকে পাচ্ছে না পাঞ্জাব। পেস বোলারের এই শূন্যতা এলিসকে দিয়ে পূরণ করতে চাইছে ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে জানুয়ারিতে আইপিএলের নিলামে ছিলেন এলিস। যদিও সেই নিলামে অবিক্রীত থেকে গিয়েছিলেন এই তাসমানিয়ান পেসার। 

সেঞ্চুরি­ করেও হারের যন্ত্রণা বিজয়ের

সাকিবের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

সেকশন