খেলতে নামলেই রেকর্ডের পর রেকর্ড গড়েন মহেন্দ্র সিং ধোনি। মনের অজান্তে করেছেন অসংখ্য রেকর্ড। গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) করেছেন দারুণ এক রেকর্ড, যার কথা জানতেনই না ভারতীয় এই ব্যাটার।
গতকাল চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস-রাজস্থান রয়্যালস। এই ম্যাচ ছিল চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে ধোনির ২০০ তম ম্যাচ। আইপিএলে কোনো নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির হয়ে ২০০ ম্যাচ নেতৃত্ব দেওয়া প্রথম অধিনায়ক হলেন ভারতীয় এই ব্যাটার। অথচ এই রেকর্ড সম্পর্কে জানতেনই না ধোনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চেন্নাই অধিনায়ক বলেন, ‘আমি জানতাম না যে চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে আমার ২০০ তম ম্যাচ ছিল। মাইলফলকের তেমন কোনো গুরুত্ব নেই আমার কাছে। দিনশেষে পারফরম্যান্স ও ফলাফল গুরুত্বপূর্ণ।’
মাইলফলকের এই ম্যাচ ধোনি স্মরণীয় করে রাখতে পারেননি। রাজস্থানের বিপক্ষে চেন্নাই হেরে যায় ৩ রানে। ১৭ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন ধোনি। আইপিএলে ২৩৮ ম্যাচ খেলে ভারতীয় এই ব্যাটার এখন পর্যন্ত করেছেন ৫০৩৬ রান। আইপিএলে অধিনায়কত্বের দিক থেকে ধোনির পরে আছেন রোহিত শর্মা। এখন পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সকে ১৪৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রোহিত।