হোম > খেলা > ক্রিকেট

অধিনায়ক কোহলির শেষ দেখে দুঃখ পেয়েছেন শাস্ত্রী 

ক্রীড়া ডেস্ক

ভারতীয় ক্রিকেটে দীর্ঘদিন চলেছে রবি শাস্ত্রী-বিরাট কোহলি যুগ। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শাস্ত্রী কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিলে বিরাট-শাস্ত্রী রসায়নের ছেদ পড়ে। কোহলিও টি-টোয়েন্টি আর ওয়ানডের অধিনায়কত্ব ছাড়েন। এরপর আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর আজ ছাড়লেন টেস্টের অধিনায়কত্বও।  

দীর্ঘ সাত বছর ভারতের টেস্ট অধিনায়কত্বের পর বিদায়ের সিদ্ধান্ত নেওয়ার এটাই সঠিক সময় মনে হয়েছে কোহলির। এই সময়ে নিজেকে ভারতের টেস্ট ইতিহাসে সেরা অধিনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। অধিনায়কত্ব ছাড়ার পর তাই প্রশংসা আর শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন সময়ের অন্যতম সেরা এই টেস্ট ক্রিকেটার। কিন্তু এর মধ্যে কোহলিকে বিশেষ বার্তা দিলেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। নিজের বিদায়ী বার্তায় কোহলি যে দুজনকে ধন্যবাদ জানিয়েছেন, এর মধ্যে শাস্ত্রী একজন।  

শাস্ত্রীও তাই আবেগ চেপে রাখতে পারলেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক বার্তায় শাস্ত্রী বলেন, ‘বিরাট, তুমি গর্বের সঙ্গে মাথা উঁচু করে বিদায় নিতে পার। তুমি অধিনায়ক হিসেবে যা যা কৃতিত্ব গড়েছ, তেমনটা খুব কমজনই করতে পেরেছে। নিঃসন্দেহে তুমিই ভারতের সবচেয়ে আগ্রাসী আর সফলতম অধিনায়ক। এটা আমার কাছে খুবই দুঃখের একটা দিন, কারণ এই ভারতীয় দলটা আমরা দুজনে একত্রে তৈরি করেছি।’

সেঞ্চুরি­ করেও হারের যন্ত্রণা বিজয়ের

সাকিবের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

সেকশন