নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মোহামেডানের হয়ে খেলতে গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি খেলে রাতেই ঢাকায় ফেরেন সাকিব আল হাসান। তবে আজ খেলতে নেমে সাকিব সুবিধা করতে পারেননি।
চারে ব্যাটিংয়ে নেমে আউট হয়ে গেছেন ৫ রানে। পারভেজ রাসুলের বলে তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়েছেন সাকিব। এর আগে ইমরুল কায়েসের জায়গায় অধিনায়কের দায়িত্ব নেন সাকিব। শুরুটা দারুণই করেন ইমরুল এবং গতকাল সাকিবের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরা রনি তালুকদার।
ইমরুল ও রনির জুটি থেকে মোহামেডান যোগ করে ৭৯ রান। ৪৪ বলে ৩২ রান করে মৃত্যুঞ্জয় চৌধুরীর বলে আউট হন রনি। এরপর উইকেটে এসে মেহেদী হাসান মিরাজও ৫ রানের বেশি করতে পারেননি।
এই মুহূর্তে মোহামেডানকে এগিয়ে নিচ্ছেন ইমরুল ও মাহমুদউল্লাহ রিয়াদ। প্রতিবেদনটি লেখার সময় এই জুটির রান ৪৫। মোহামেডানের সংগ্রহ ৩ উইকেটে ১৫৮। ইমরুল অপরাজিত আছেন ৮২ রানে, মাহমুদউল্লাহ ২০ রানে।