Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

সেই চিকিৎসকের দুঃখপ্রকাশ, বাসায় ফিরেছেন তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা            

সেই চিকিৎসকের দুঃখপ্রকাশ, বাসায় ফিরেছেন তামিম
তামিম ইকবাল আজ একই সঙ্গে পক্ষ ও প্রতিপক্ষ হয়ে খেলতে নেমেছেন। ছবি: আজকের পত্রিকা

চার দিনের জরুরি চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন তামিম ইকবাল। গত সোমবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেখানেই এনজিওগ্রামের মাধ্যমে তাঁর হৃদ্‌যন্ত্রে একটি রিং (স্টেন্ট) বসানো হয়। দুই দিন পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আরও দুই দিন চিকিৎসাধীন থাকার পর আজ দুপুরে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।

আজ দুপুরে এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কার্ডিয়াক বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার বলেন, ‘তামিম এখন স্থিতিশীল। তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে। কিছু ওষুধ, জীবনযাত্রায় পরিবর্তন এবং পুনর্বাসন প্রক্রিয়ার নির্দেশনা দিয়ে তাঁকে বাসায় ফেরার অনুমতি দেওয়া হয়েছে। চিকিৎসার পুরো প্রক্রিয়ায় তিনি আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন। আশা করছি, নিয়ম মেনে চললে দ্রুতই সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন।’

গতকাল তামিমের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে শাহাবুদ্দিন রোগীর কিছু গোপনীয় তথ্য প্রকাশ করেছিলেন, যেটা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। আজ তিনি নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। বলেছেন, ‘গতকাল তামিমের শারীরিক অবস্থা বর্ণনা করতে গিয়ে হৃদ্‌রোগের ঝুঁকি হিসেবে ধূমপানের প্রসঙ্গ এসেছে। এখানে তামিমের নামটা ভুলবশত জড়ানোর জন্য আমি দুঃখিত।’

তামিমের শারীরিক অবস্থা নিয়ে এখনো সতর্কতার প্রয়োজন রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তিনি আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকবেন। আগামী কয়েক সপ্তাহ তাঁকে নিয়মিত মেডিকেল চেকআপের মধ্যে রাখা হবে। পরিবার ও বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের পর তাঁকে আরও উন্নত চিকিৎসা করাতে সিঙ্গাপুর বা থাইল্যান্ডে নেওয়া হতে পারে।

১৩ রান করেই পাকিস্তানি ক্রিকেটারের ইতিহাস

পাকিস্তানকে নাকানিচুবানি খাইয়ে আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে নিউজিল্যান্ডের ক্রিকেটার

বাংলাদেশ নারী ক্রিকেট দল কোথায় পিছিয়ে পড়ছে, জানালেন জ্যোতি

‘সবাই চায় বাংলাদেশ বিশ্বকাপে খেলুক, আমরাও সেটিই চাই’

বিশ্বকাপ জয়ের ৫০ বছর উদ্‌যাপন করবে ওয়েস্ট ইন্ডিজ, অনুষ্ঠানে কী থাকছে

আইসিসির শাস্তি নিয়ে খেলতে নামা পাকিস্তানকে হেসেখেলে হারাল নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের আক্রমণাত্মক বোলিংয়ে ধুঁকছে পাকিস্তান, খেলা দেখবেন কোথায়

মেয়াদ ফুরোনোর আগেই কেন চাকরি ছাড়লেন দক্ষিণ আফ্রিকার কোচ

আরও তিন বছর ক্রিকেট খেলতে চান তেতাল্লিশ ছুঁই ছুঁই অ্যান্ডারসন

নামের জোরেই আইপিএলে টিকে আছেন রোহিত, দাবি ভনের