Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

রমিজ রাজা ক্রিকেটই বোঝেন না, বললেন হাফিজ

ক্রীড়া ডেস্ক

রমিজ রাজা ক্রিকেটই বোঝেন না, বললেন হাফিজ

রমিজ রাজা পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পর থেকে দারুণ ক্রিকেট খেলছে পাকিস্তান। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল বাবর আজমের দল। শুধু টি-টোয়েন্টি নয়, অন্য দুই সংস্করণেও ধারাবাহিকভাবে ভালো খেলছে পাকিস্তান। রমিজও দায়িত্ব নেওয়ার পর ৫ মাসের বেশি সময় পার করেছেন। কিন্তু তাঁর সরাসরি পিসিবি চেয়ারম্যান হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ হাফিজ। 

রমিজের সঙ্গে হাফিজের ব্যক্তিগত সম্পর্ক মোটেও মধুর নয়। পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার আগে তিনি একাধিকবার সরাসরি হাফিজকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছিলেন। তবে বোর্ড চেয়ারম্যান হওয়ার পর অবশ্য হাফিজের বিরুদ্ধে রমিজকে আগ্রাসী কথাবার্তা বলতে শোনা যায়নি। 

কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন হাফিজ। অবসরের পরেই পিসিবির দিকে আঙুল তুললেন সাবেক এই পাকিস্তান অলরাউন্ডার। তাঁর দাবি, ‘যেভাবে পিসিবি চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে, প্রক্রিয়াটা সঠিক নয়। নির্বাচনের মাধ্যমে বোর্ডের চেয়ারম্যান বেছে নেওয়া উচিত।’ এ প্রসঙ্গে হাফিজ আরও বলেন, ‘বর্তমান প্রক্রিয়াটা সঠিক নয়। এখন পিসিবি চেয়ারম্যান রাজনৈতিকভাবে ক্ষমতায় আসেন। যিনি রাজনৈতিকভাবে পিসিবি চেয়ারম্যান হন, তিনি আর যাই হোক ক্রিকেটই বোঝেন না।’ 

হাফিজের ইঙ্গিত অবশ্য পরিস্কার। তাঁর মতে, প্রধানমন্ত্রীর মনোনীত ব্যক্তিকে চেয়ারম্যান নিযুক্ত করার পরিবর্তে যথাযথ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নিয়োগ হওয়া উচিত।

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আম্পায়ার যাঁরা

পাকিস্তানের বর্তমান কোচকে ‘ভাঁড়’ বললেন সাবেক কোচ

অবসরের পরদিনই মুশফিককে জয় উপহার দিলেন তামিমরা

লঙ্কান ক্রিকেটারের চোখে মুশফিক বাংলাদেশের সত্যিকারের কিংবদন্তি

অজু ছাড়া মুশফিক ব্যাট-বল স্পর্শ করেন না, জানালেন তাঁর স্ত্রী

ইমনের সেঞ্চুরিতে তামিমের ক্লাবকে রানের পাহাড়ে চাপা দিল আবাহনী

ভারতের বিপক্ষে প্রতিশোধ নিয়ে শিরোপা জিততে মরিয়া নিউজিল্যান্ড

মিরপুরে মুশফিককে ‘গার্ড অব অনার’ দিলেন তামিমরা

নিউজিল্যান্ডের কাছে হারের পর দক্ষিণ আফ্রিকার গুরুতর অভিযোগ

মুশফিকের সেই পাঁজরভাঙা সেঞ্চুরি আজও মনে পড়ছে মাহমুদউল্লাহর