হোম > খেলা > ক্রিকেট

সাকিবের চোখে মিরপুরের উইকেট ক্যারিয়ার শেষ করে দেওয়ার মতো! 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে সিরিজ জয় বেশ আত্মবিশ্বাস জোগাবে বাংলাদেশকে। যদিও সিরিজ জিতলেও টপ অর্ডার ব্যাটসম্যানদের অফফর্ম ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে।

তবে সাকিব আল হাসান ব্যাটসম্যানদের এই পারফরম্যান্সে মোটেও বিচলিত নন। বিশ্বসেরা অলরাউন্ডারের মতে, সিরিজ দুটি যে ধরনের উইকেটে হয়েছে, তাতে ব্যাটসম্যানদের তেমন কিছুই করার ছিল না। 
সাকিব বলছেন, ‘এই ৯–১০টা ম্যাচ যারা খেলেছে, তারা সবাই অফফর্মেই আছে। কারণ উইকেটটাই এমন। এখানে কেউই খুব একটা ভালো করেনি। তাই এই পারফরম্যান্স বেশি বিবেচনা না করাই ভালো। এ রকম পিচে কেউ যদি ১০–১৫টা ম্যাচে খেলে, যেকোনো ব্যাটসম্যানের ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এটা স্বাভাবিক। যারা দলে আছে, তারা সবাই দেশকে জেতানোর সামর্থ্য রাখে।’

সিরিজ জয়ের আত্মবিশ্বাস বিশ্বকাপে ভালো করতে অনুপ্রাণিত করবে বলেই মনে করেন সাকিব, ‘আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। শেষ তিনটা সিরিজ জিতেছি। হয়তো অনেক সমালোচনা হয়েছে পিচ নিয়ে। কিন্তু জেতার মানসিকতা নিয়ে যাচ্ছি, এটাই মূল ব্যাপার। বিশ্বকাপের আগে আমাদের অনুশীলনের সুযোগ আছে। সেই অনুশীলনে সেখানকার কন্ডিশন ও পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাব। আমার মনে হয় পিচ ও কন্ডিশন তেমন গুরুত্ব বহন করবে না। জেতার আত্মবিশ্বাসটাই বড় কাজ দেবে।’

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ