হোম > খেলা > ক্রিকেট

যে কারণে বাকি তিন টেস্টেও না থাকার সম্ভাবনা কোহলির

ক্রীড়া ডেস্ক

পারিবারিক কারণে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বিরাট কোহলি। সে হিসেবে তৃতীয় টেস্টেই তাঁর ফেরার কথা। কিন্তু এখন ভিন্ন কিছু শোনা যাচ্ছে। 

শুধু রাজকোটে নয়, পুরো সিরিজেই হয়তো কোহলিকে পাবে না ভারত। এমন শঙ্কা জেগেছে এবি ডি ভিলিয়ার্সের মন্তব্যের কারণে। নিজের ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, কোহলি–আনুশকা শর্মা দ্বিতীয় সন্তানের বাবা–মা হতে চলেছেন। 

দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার ডি ভিলিয়ার্স বলেছেন, ‘আমি খুব বেশি তথ্য দিতে পারব না। তবে জানি সে ভালো আছে। সে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। প্রথম দুই টেস্টে তাঁর না থাকার এটাই কারণ। ওকে মাঠে দেখার জন্য উন্মুখ আছি।’ 

এর পরেই কোহলি–আনুশকা দম্পতির ঘর আলো করে দ্বিতীয় সন্তান আসার খবর দেন ডি ভিলিয়ার্স। কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক সতীর্থ বলেছেন, ‘হ্যাঁ, তার দ্বিতীয় সন্তান আসছে। এখন তার পরিবারের সঙ্গে কাটানোর সময়। যেটা ওর জন্য গুরুত্বপূর্ণ।’ 

তাই কোহলি তৃতীয় টেস্টে ফিরবেন কিনা তা নিয়ে খুব শিগগিরই আলোচনায় বসবে বলে বোর্ডের এক সূত্রের মাধ্যমে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। নাম প্রকাশ না করে সেই বোর্ড কর্মকর্তার উদ্ধৃতটি সংবাদমাধ্যমটি লিখেছে এভাবে, ‘পুরো সিদ্ধান্ত কোহলির। বোর্ড তার ব্যক্তিগত জায়গাকে সম্মান করে। যদি সিরিজের অংশ হতে রাজি হয় তাহলে কোনো কথাই নেই। তবে সিদ্ধান্তটা তার।’

সেঞ্চুরি­ করেও হারের যন্ত্রণা বিজয়ের

সাকিবের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

সেকশন