হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানি পেসারের আগুনে বোলিংয়ে পুড়ল খুলনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বিপিএলে এ পর্যন্ত সেরা বোলিং স্পেলটা করলেন আমের জামাল। ২৩ রানের বিপরীতে নিয়েছেন ৫ উইকেট। টি-টোয়েন্টি সংস্করণে এটাই তাঁর সেরা বোলিং ফিগার। পাকিস্তানের পেসারের তোপ দাগানো বোলিংয়ের ম্যাচে পুড়ল খুলনা টাইগার্স। মিরপুরে নিজেদের ষষ্ঠ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে আজ তারা হেরেছে ৩৪ রানে।

এই জয়ে খুলনাকে টপকে পয়েন্ট টেবিলের তিনে এখন কুমিল্লা। ৬টি করে ম্যাচ খেলে ৪ জয়ে দুই দলেরই সমান ৮ পয়েন্ট। নেট রান রেটে এগিয়ে আছে কুমিল্লা। আগে ব্যাটিং করা কুমিল্লার স্কোরটাও মাঝারি, ১৪৯ রান। ১৫০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১১৫ রানে গুটিয়ে গেছে খুলনা।

এনামুল হক বিজয় ১২ বলে ১৯, নাহিদুল ইসলাম ২৪ বলে ২১ এবং মোহাম্মদ ওয়াসিম ২১ বলে ২৩ রান করেছেন—কিন্তু ইনিংস বড় করতে পারেননি খুলনার কোনো ব্যাটার। দ্রুত উইকেট হারিয়ে ১৮.৫ ওভারে অলআউট হয়ে যায় তারা। জামালের ৫ উইকেটের পাশাপাশি কুমিল্লার তানভীর ইসলাম নিয়েছেন ২টি উইকেট।

তার আগে দারুণ শুরু পেয়েও শেষ দিকে প্রয়োজনীয় ঝড় তুলতে ব্যর্থ হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের ব্যাটাররা। ওপেনিং জুটিতে তারা তুলেছিল ৬৯ রান। উইকেট থাকার পরও শেষ দিকে সেভাবে কার্যকর ইনিংস ছিল না। বিপরীত তখন উইকেট হারিয়েছে দ্রুত। ফলে নিজেদের খুলনা বিপক্ষে ১৪৯ রানের মাঝারি সংগ্রহ পায় তারা।

কুমিল্লার স্বস্তি অবশ্য লিটন দাসের রানে ফেরা। আগের পাঁচ ম্যাচ মিলে কুমিল্লার অধিনায়ক করেছিলেন ৩৭ রান। তবে আজ খুলনা টাইগার্সের বিপক্ষে খেলেছেন ৩০ বলে ৪৫ রানের দারুণ এক ইনিংস। ইনিংসে ছিল ৪ ছক্কা ও ২ চার।

লিটন দ্রুত রান তুললেও আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিং ছিল মন্থর। ৯.৩ ওভারে ফিফটির আক্ষেপ নিয়ে নাসুম আহমেদের বলে বোল্ড হয়েছেন লিটন। একই ওভারের শেষ বলে ২৮ বলে ২১ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন রিজওয়ান।

তিন নম্বরে নেমে থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি উইল জ্যাকস। এবারের বিপিএলে নিজের প্রথম ম্যাচে ইংলিশ ক্রিকেটার আউট হয়েছেন ২৭ বলে ২১ রান করে। এরপর তাওহীদ হৃদয় ফিরলেন ১৭ বলে ১৬ রানে। 

শেষ দিকে জাকের আলী অনিক ৮ বলে ১৮ ও মাহিদুল ইসলাম অঙ্কনের ৫ বলে ১০ রানের সৌজন্যে খুলনাকে ১৫০ রানের লক্ষ্য ছুড়ে দেয় কুমিল্লা। ৭ উইকেটে ১৪৯ রান তোলে তারা। দুটি করে উইকেট নিয়েছেন নাসুম ও ফাহিম আশরাফ।

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন