হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপ খেলতে দুবাই পৌঁছালেন বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ খেলতে অন্য দলগুলো বাংলাদেশে আসার কথা ছিল এত দিনে। কিন্তু এখন উল্টো বাংলাদেশের মেয়েদের যেত হলো দুবাইয়ে। 

রাজনৈতিক পটপরিবর্তের পর দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ায় মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন সম্ভব হয়নি বাংলাদেশের। আইসিসি সেই বিশ্বকাপ সরিয়ে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। তবে ভেন্যু সরে গেলেও আয়োজক স্বত্ব থাকছে বাংলাদেশের হাতে। 

৩-২০ অক্টোবর—দুবাই ও শারজায় হবে ১০ দলের এবারের বিশ্বকাপ। সেই বিশ্বকাপে অংশ নিতে দুবাই পৌঁছেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বিমানবন্দরে নিগার সুলতানা জ্যোতি-জাহানারা আলমদের একটি ভিডিও পোস্ট করে বিসিবি ক্যাপশনে লিখেছে, ‘বাংলাদেশ নারী দল দুবাই পৌঁছেছে, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিযোগিতা করতে প্রস্তুত হচ্ছে।’ 

আজ সকালেই বিশ্বকাপ খেলতে উড়াল দেয় বাংলাদেশ দল। সকালের দিকে মেয়েদের বিমানবন্দরে যাওয়ার আরেকটি ভিডিও পোস্ট দেয় বিসিবি। ক্যাপশনে লেখে, ‘বাংলাদেশ নারী দল ২০২৪ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ছে।’ 

এর আগে পরশু মিরপুর স্টেডিয়ামে বিসিবি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বিশ্বকাপের আনুষ্ঠানিক ফটোশুটে অংশ নেয় বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

ফেব্রুয়ারিতে মেয়েদের বিপিএল

পাওনা টাকা পেয়েই জ্বলে উঠলেন তাসকিনরা

সেকশন