নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘এত গরম তাড়াতাড়ি পানি নিয়ে আসেন ভাই, না হলে মরে যাব।’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুদিন আগে এমন একটা কথা পোস্ট করেছিলেন ক্রিকেটার সাব্বির রহমান। তীব্র দাবদাহে অতিষ্ঠ পুরো জনজীবন। সেখানে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গরমে অতিষ্ঠ ক্রিকেটাররাও।
তীব্র গরম নিয়ে মুখ খুলেছেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। বিকেএসপিতে আজ সিটি ক্লাবের বিপক্ষে নিজ দলের ম্যাচ শেষে এ নিয়ে সুজনের কণ্ঠে ক্ষোভ দেখা গেল। বিসিবির পরিচালক বলেছেন, 'খুবই কঠিন (গরমের মধ্যে খেলা)। আমি ছেলেদের ধন্যবাদ দিই, আম্পায়ারদেরও যারা এ গরমে ম্যাচ পরিচালনা করছেন। ছেলেরা আজ (গতকাল) বারবার অভিযোগ করছিল যে স্যার অনেক গরম মাঠের ভেতর। কিন্তু কিছু করার নেই। দিন শেষে আমাদের এ গরমেই খেলতে হয় সব সময়। প্রতিবছর প্রিমিয়ার লিগটা কেন জানি এ সময়ই হয়, যেটা আমাদের ওয়ান অব দ্য বেষ্ট টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেটে। আমি বিপিএলের চেয়েও এগিয়ে রাখি এটাকে, খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট। টিভিতে দেখায় না ঠিক আছে কিন্তু বড় দলগুলোর বাজেট অনেক বেশি থাকে।'