হোম > খেলা > ক্রিকেট

প্রিমিয়ার লিগের সূচি নিয়ে সুজনের ক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘এত গরম তাড়াতাড়ি পানি নিয়ে আসেন ভাই, না হলে মরে যাব।’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুদিন আগে এমন একটা কথা পোস্ট করেছিলেন ক্রিকেটার সাব্বির রহমান। তীব্র দাবদাহে অতিষ্ঠ পুরো জনজীবন। সেখানে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গরমে অতিষ্ঠ ক্রিকেটাররাও। 

তীব্র গরম নিয়ে মুখ খুলেছেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। বিকেএসপিতে আজ সিটি ক্লাবের বিপক্ষে নিজ দলের ম্যাচ শেষে এ নিয়ে সুজনের কণ্ঠে ক্ষোভ দেখা গেল। বিসিবির পরিচালক বলেছেন, 'খুবই কঠিন (গরমের মধ্যে খেলা)। আমি ছেলেদের ধন্যবাদ দিই, আম্পায়ারদেরও যারা এ গরমে ম্যাচ পরিচালনা করছেন। ছেলেরা আজ (গতকাল) বারবার অভিযোগ করছিল যে স্যার অনেক গরম মাঠের ভেতর। কিন্তু কিছু করার নেই। দিন শেষে আমাদের এ গরমেই খেলতে হয় সব সময়। প্রতিবছর প্রিমিয়ার লিগটা কেন জানি এ সময়ই হয়, যেটা আমাদের ওয়ান অব দ্য বেষ্ট টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেটে। আমি বিপিএলের চেয়েও এগিয়ে রাখি এটাকে, খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট। টিভিতে দেখায় না ঠিক আছে কিন্তু বড় দলগুলোর বাজেট অনেক বেশি থাকে।' 

প্রিমিয়ার লিগটা ক্যালেন্ডারে আরেকটু এগিয়ে আনা যায় কি না এমন কথাও এসেছে সুজনের কথায়। তবে বছরজুড়ে ব্যস্ত সূচিতে কাজটা যে কঠিন সেটাও মানছেন তিনি, 'আরেকটু আগে শুরু করে গরমের আগে যদি আমরা শেষ করতে পারি...। ২০ ওভার হলেও কথা ছিল না,৫০ ওভারের খেলা। একদিন পর পর বা দুদিন পরপর ম্যাচ খেলছি, সপ্তাহে ৩টা ম্যাচ। কোনোভাবে এটাকে ক্যালেন্ডারে অন্য কোনো ফাঁকে দিতে পারলে ভালো। এখান থেকে আমাদের ওয়ানডে দল নির্বাচন হয়, অনেক ছেলের পারফর্ম গুরুত্বপূর্ণ। একজন বোর্ড পরিচালক হিসেবে আমিও জানি এটা কঠিন, তারপরও আমাদের একটা পরিকল্পনা করতে হবে আমরা কোনো জায়গায় এটা দিতে পারি কি না।'

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

সেকশন