ক্রীড়া ডেস্ক
ভারতের বিপক্ষে সিরিজ থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ওবেদ ম্যাককয়। উইন্ডিজ পেসার ভালো-মন্দ রেকর্ডের সঙ্গে অদ্ভুত এক কাণ্ডও ঘটিয়েছিলেন পাঁচ ম্যাচের সেই টি-টোয়েন্টি সিরিজে। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে অনন্য এক নজির গড়েছেন ম্যাককয়। ব্যাটারদের মধ্যে দলের সর্বোচ্চ রান করেছেন ১১ নম্বরে ব্যাট করতে নেমে।
ম্যাককয় এমন রেকর্ডটি করেছেন দ্বিতীয় টি-টোয়েন্টিতে। ২১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উইন্ডিজের প্রথম ১০ ব্যাটার তাঁর চেয়ে কম রান করেছেন। তিনি ১১ নম্বর ব্যাটার হিসেবে ১৫ বলে ২৩ রানে অপরাজিত থাকেন। তাঁর এই রান দলের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্কোর।
ম্যাককয়ের এই রান আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর তালিকায় এখন প্রথম। এর আগের রেকর্ডটি ছিল ১৭ রানে অপরাজিত থাকা জিম্বাবুয়ের ব্যাটার ক্রিস্টোফার পফুর। তবে পূর্ণ ও সহযোগী সদস্য মিলে আন্তর্জাতিক অঙ্গনে দলীয় ইনিংসে শেষ ব্যাটারের সর্বোচ্চ রান হচ্ছে বেলজিয়ামের খালিদ আহমেদির। ২০২১ সালে তিনি ৩১ রানে অপরাজিত ছিলেন মাল্টার বিপক্ষে।
ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সুযোগ-সময় থাকা সত্ত্বেও বুদ্ধিনাশের কারণে রবিচন্দ্রণ অশ্বিনকে রানআউট করেননি ম্যাককয়। এমন অদ্ভুতুড়ে ঘটনার পরের ম্যাচেই ১৭ রানে ৬ উইকেট নিয়ে রেকর্ড গড়েন ক্যারিবিয়ানদের পক্ষে সেরা বোলিংয়ের। চতুর্থ টি-টোয়েন্টিতে আবার লজ্জার রেকর্ড গড়েন তিনি। ৪ ওভারে ৬৬ রান দিয়ে টি-টোয়েন্টিতে উইন্ডিজের সবচেয়ে খরচে বোলার হয়েছেন এই বাঁ-হাতি পেসার।
ব্যাটারদের এমন লজ্জার দিনে ম্যাচটিতে ৯০ রানের বিশাল ব্যবধানে হারে ক্যারিবিয়ানরা। সেই সঙ্গে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি সিরিজও হেরেছে। ক্যারিবিয়ানরা শেষ ম্যাচ খেলবে ধবলধোলাই বাঁচানোর লক্ষ্যে।