হোম > খেলা > ক্রিকেট

লঙ্কান ক্রিকেট বোর্ডের নিষেধাজ্ঞাসহ যা যা থাকছে আলোচনায় 

বোর্ডের ওপর সরকারের হস্তক্ষেপ থাকায় লঙ্কান ক্রিকেট বোর্ডকে (এসএলসি) গত সপ্তাহে নিষিদ্ধ করেছিল আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা থেকে এমন নিষেধাজ্ঞা থাকায় বেশ বিপাকে পড়েছে এসএলসি। তাদের ওপর নিষেধাজ্ঞার ব্যাপার নিয়েই আলোচনা হবে আইসিসির পরবর্তী বোর্ড সভায়। 

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পরশু ফাইনালে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। এরপর মঙ্গলবার আহমেদাবাদেই হবে আইসিসির বোর্ড সভা। লঙ্কান বোর্ডের ওপর নিষেধাজ্ঞার ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে, তা থাকবে আলোচনায়। এই শ্রীলঙ্কাতেই আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এসএলসির ওপর রাজনৈতিক প্রভাব কেমন পড়েছে, সে ব্যাপারে খুব সম্ভবত কথা বলবেন আইসিসির ভারপ্রাপ্ত সভাপতি ইমরান খাজা। এ ব্যাপারে তদন্ত করতে মে মাসে শ্রীলঙ্কায় গিয়েছিলেন খাজা। 

লঙ্কান ক্রিকেট বোর্ডের নিষেধাজ্ঞার পাশাপাশি ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ, পূর্ণ সদস্য ও সহযোগী দেশগুলোর হাই পারফরম্যানস প্রোগ্রামও থাকবে আলোচনার মূল বিষয়বস্তু হিসেবে। ২০২৩ বিশ্বকাপের আগে দুই বছরেরও বেশি সময় জুড়ে হয়েছে ১৩ দলের ওয়ানডে সুপার লিগ। এখান থেকে সেরা আট দল সরাসরি খেলেছিল বিশ্বকাপ। এরপর বাছাইপর্ব থেকে এসেছে বাকি দুই দল। ১৩ দল নিয়ে আয়োজন করা এই সুপার লিগ চালু রাখার সুপারশি করতে কমপক্ষে দুই বোর্ড থাকবে। আর দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে হবে ১৪ দলের ২০২৭ বিশ্বকাপ।

যেখানে ২০২৩ এর মতো সুপার লিগ পদ্ধতি থাকছে না। যদি সুপার লিগ পদ্ধতি ফিরে আসে, তাহলে সেটা ২০২৮ থেকে হবে। সম্ভবত ২০২৭ সালে অক্টোবর-নভেম্বরে একই সঙ্গে চলবে ক্রিকেট বিশ্বকাপ ও রাগবী বিশ্বকাপ। জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান তাবেঙ্গা মুকুলানি বলেন, ‘এই (ক্রিকেট) বিশ্বকাপ ও রাগবী বিশ্বকাপ এক সঙ্গে চলবে। কোথায় দর্শক বেশি থাকবে, তা তুলনা করার একটা সুযোগ পাওয়া যাবে। একই সঙ্গে জাতি হিসেবে খেলাধুলায় আমরা কেমন, তাও বোঝা যাবে।’ 

সহযোগী দেশগুলোর মধ্যে যারা পূর্ণ সদস্যের মর্যাদা পাওয়ার কাছাকাছি রয়েছে, সেখানে হাই পারফরম্যান্স প্রোগ্রাম হবে। দেশে অবকাঠামোগত উন্নয়নসহ খেলোয়াড়দের বিভিন্ন উন্নয়নমূলক প্রোগ্রাম থাকে এর অন্তর্ভুক্ত। এখানে এবার আয়ারল্যান্ড, আফগানিস্তান, জিম্বাবুয়েসহ পূর্ণ সদস্যের দলগুলোও থাকবে। আগামী চার বছরে আইসিসির বাণিজ্যিক মডেলে বণ্টন করা রাজস্ব থেকে তহবিল নিয়ে এই দেশগুলোর উন্নয়নে কাজে লাগানো নিয়ে আলোচনা করা হবে। এই দেশগুলোর মধ্যে ‘এ’ দল, নারী ক্রিকেটসহ ম্যাচের সংখ্যা কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা করা হবে।

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল