হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপে চ্যাম্পিয়নও হতে পারে বাংলাদেশ, মনে করেন সুজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব থেকে শূন্য হাতে ফেরে বাংলাদেশ। আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। এই বিশ্বকাপেও ভালো কিছু প্রত্যাশা করা কঠিন বাংলাদেশ দলের জন্য। একে তো সম্পূর্ণ ভিন্ন কন্ডিশনে বিশ্বকাপ, তার ওপর বাংলাদেশের পারফরম্যান্সেরও বিশেষ পরিবর্তন ঘটেনি। তবু বিশ্বকাপে ভালো কিছুর আশা করছে বাংলাদেশ। সেটা হতে পারে বিশ্বকাপ জয়ও।

এই আশার কথা জানিয়েছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। আজ মিরপুরে সুজন বলেছেন, ‘আমাদের লক্ষ্য টি-টোয়েন্টিতে উন্নতি করছি কি না। ছেলেদের মাথায় এই সংস্করণটা ছড়িয়ে দিতে চাই। অনেকে আমাদের তাচ্ছিল্য করে এই সংস্করণের কারণে। আমাদের মধ্যে আত্মবিশ্বাস আছে অবশ্যই ভালো করার। আমি নিজে ইতিবাচক মানুষ, তাই ইতিবাচক থাকার চেষ্টা করি সব সময়। আমি মনে করি, বিশ্বকাপে চ্যাম্পিয়নও হতে পারি আমরা। যদিও সে রাস্তাটা মোটেও সহজ হবে না। হয়তো ছয় মাস কিংবা এক বছর সময় লাগবে।’

এশিয়া কাপ ভালো যায়নি বাংলাদেশের। যদিও বিশ্বকাপের আগে আগামী মাসে নিউজিল্যান্ডে পাকিস্তানসহ একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে সাকিব আল হাসানের দল। মূলত এখান থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি চায় বাংলাদেশ। সেখানে ব্যাটারদের কাছ থেকে ভয়ডরহীন ক্রিকেট দেখতে চান সুজন, ‘আমি চাই ব্যাটাররা সাহসিকতা নিয়ে খেলুক। এই সংস্করণের জন্য স্বাধীনতা নিয়ে আগ্রাসী ক্রিকেটটাই খেলতে চাই আমরা। আর এমনভাবে খেলার সময় প্রথম বলে আউট হতেই পারে ব্যাটার। যদিও সেটার কোনো সমস্যা দেখছি না আমি। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে এক-দুইটা ম্যাচ না-ও জিততে পারি আমরা।’

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ