হোম > খেলা > ক্রিকেট

প্যাঁচ-গোচে নেই, জানুয়ারিতে ফিরছেন তামিম

তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ কী হবে সেটা অনেক দিন ধরেই আলোচনায়। বিশ্বকাপ শেষে সেটা আরও জোরালো হয়েছে। সেই আলোচনার সমাপ্তি টানতেই আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তাঁর বাসভবনে বসেছিলেন তামিম। 

তবে দুজনের মধ্যে কী আলোচনা হয়েছে সেটা অবশ্য পাপনের বাসভবনের বৈঠক শেষে জানা যায়নি। কোনো কথা না বলেই চলে যান তামিম। পরে নিজের বাসভবন বনানীতে এক সংবাদ সম্মেলন করেন বাংলাদেশের ওপেনার। সেখানে তিনি জানিয়েছেন, নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের বিষয়ে আগামী জানুয়ারির পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। 

সংবাদ সম্মেলনে কোনো প্রশ্ন নেইনি তামিম। বাঁহাতি ওপেনার বলেছেন, ‘বিশ্বকাপের পর আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ কী হবে সেটার একটা পরিষ্কার সিদ্ধান্তে আসা দরকার ছিল। আমার কাছে মনে হয় কারণ ক্যারিয়ারে কখনো কোনো ধরনের প্যাঁচ-গোচের মধ্যে ছিলাম না। ক্যারিয়ারে যে সিদ্ধান্তই নিয়েছি না কেন সব সময় পরিষ্কার করেছি। আমার ভবিষ্যৎ নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম তবে এই মুহূর্তে এখন আর বলার দরকার নাই। বোর্ড সভাপতির সঙ্গে খোলামেলা অনেক কিছু নিয়েই কথা হয়েছে। আমি কী চাই তা জানিয়েছি। যেহেতু নির্বাচন সামনে, উনার ব্যস্ততাও রয়েছে জানুয়ারি পর্যন্ত। তিনি শোনার পর আমাকে বললেন, জানুয়ারি পর্যন্ত একটু থামতে। এরপরেই আপনারা পরিষ্কার ধারণা পাবেন। বোর্ড সভাপতি ও অন্যান্যদের প্রতি শ্রদ্ধা রেখেই তাই জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করছি।’ 

আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ জানুয়ারিতে জানা গেলেও তামিম মাঠে ফিরবেন বিপিএল দিয়েই। এ বিষয়ে তিনি বলেছেন, ‘বিপিএল দিয়ে মাঠে ফিরব। এরপর দেখা যাক কী হয়। আমার কথা শুনেই ওনি সিদ্ধান্ত নেবেন না। সকলের কথা শুনে কঠিন সিদ্ধান্ত হলেও নেবেন তিনি।’

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ