হোম > খেলা > ক্রিকেট

সন্তান জন্মের ৯ মাস পর কামিন্সের বিয়ে

বিয়ের আগেই হয়েছে ফুলশয্যা, থাকেন এক ছাদের নিচে, রয়েছে সন্তান। তবু তাঁরা অবিবাহিত। অস্ট্রেলিয়ার সমাজে এমন ঘটনা অহরহ দেখা যায়। 

প্যাট কামিন্সকেও পরিস্থিতি এই জায়গায় এনে দাঁড় করিয়েছিল। খেলা নিয়ে ব্যস্ত থাকার কারণে এত দিন বিয়ের সময়টাই বের করতে পারেননি অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক। এবার ছুটি মিলতেই চটজলদি শুভকাজটা সেরে ফেলেছেন তিনি। গতকাল দীর্ঘদিনের বান্ধবী ও বাগদত্তা বেকি বোস্টনকে বিয়ে করেছেন কামিন্স। নবদম্পতির ৯ মাস বয়সী ছেলেসন্তান রয়েছে। নাম আলবোন। 

বিয়ের ছবি গতকাল নিজেই সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন কামিন্স। লিখেছেন, ‘এইমাত্র বিয়ে করলাম।’ অনাড়ম্বরভাবে হয়েছে কামিন্স-বেকির বিয়ে। হাতেগোনা কজন আত্মীয়স্বজন ও বন্ধু তাঁদের বিয়েতে হাজির ছিলেন। ২৯ বছর বয়সী কামিন্স অনুষ্ঠানে কালো ট্রাউজার ও ব্লেজার পরেছিলেন। ৩২ বছর বয়সী বেকি সেজেছিলেন সাদা গাউনে। 

নতুন জীবনে পদার্পণে কামিন্সকে শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ), তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স ও ভক্তরা। 

কামিন্সের সঙ্গে বেকির সম্পর্ক বেশ পুরোনো। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে একে অপরকে চেনেন। দুজন একসঙ্গে থাকেন ২০১৪ সাল থেকে। এই জুটি যেন অ্যাশেজের আড়ালে আইভো ব্লাই-ফ্লোরেন্স মরফির অমর প্রেমকাহিনিকে নতুন করে মনে করিয়ে দিয়েছে। 

১৮৮২ সালে প্রথম অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন ব্লাই। তাঁর স্ত্রী মরফি ছিলেন অস্ট্রেলিয়ান। কামিন্স-বেকির ক্ষেত্রে হয়েছে ঠিক উল্টোটা। অজি অধিনায়কের প্রেমে পড়েছিলেন ইংলিশ বেকি। 

বেকি পেশায় নকশাকার। বাড়ির অভ্যন্তরীণ অংশ নকশা করেন তিনি। শুধু তাই নয়। একটি খামারও আছে প্রাণিপ্রেমী বেকির। কামিন্সকে উৎসাহ দিতে প্রায়ই মাঠে যান তিনি। 

২০১৯ সালে আইসিসি বর্ষসেরা টেস্টে ক্রিকেটার হওয়ার পর বেকিকে নিজের প্রেমিকা হিসেবে পরিচয় করিয়ে দেন কামিন্স। পরের বছর অনামিকায় আংটি পরান। কামিন্স বেকিকে একটি পিকনিক স্পটে নিয়ে গিয়ে শ্যাম্পেনের বোতল বের করেন এবং হাঁটু গেড়ে বসে ফিল্মি স্টাইলে প্রস্তাব দেন। 

গত বছরের এপ্রিলে ঘরে নতুন সদস্য আসার খবর দেন কামিন্স। ওই বছরের ৮ অক্টোবর জন্ম নেয় ছেলে আলবোন। বাকি ছিল শুধু বিয়ে। এবার সেই চক্রও পূরণ করলেন কামিন্স। 

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ