হোম > খেলা > ক্রিকেট

আইপিএলে অভিষেকের ‘অপেক্ষায়’ লিটন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আগের ম্যাচে অভিষেক হয়নি লিটন দাসের। কলকাতা নাইট রাইডার্সের বিদেশি কোটা পূর্ণ হওয়ায় ইডেন গার্ডেন্সে গত পরশু একাদশে সুযোগ পাননি লিটন। তবু একাদশে সুযোগ পাওয়ার আশা হারাচ্ছেন না তিনি। আইপিএলে খেলার অপেক্ষায় রয়েছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার।

ওয়াংখেড়েতে আজ বাংলাদেশ সময় বিকাল ৪টায় কলকাতার প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচের আগে নিজের ফেসবুক পেজে ছবি পোস্ট করেন লিটন। ছবিতে অনুশীলন সেশনে কলকাতার প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে লিটনকে দেখা গেছে। বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার লিখেছেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হতে আজ প্রস্তুত নাইট রাইডার্স।’

প্রথমবারের মতো আইপিএল খেলতে গত রোববার ভারতে উড়াল দিয়েছিলেন লিটন। ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শেখার মঞ্চ বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটারের কাছে। পরের দিন লিটনকে বরণ করে নেয় কলকাতা। আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজি লিটনের ছবি পোস্ট করে তাদের ফেসবুক পেজে লিখেছিল, ‘পৌঁছে গেছে লিটন দা।’

ভারতে পৌঁছানোর পর ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলেছিল কলকাতা। ২৩ রানে হেরে গিয়েছিল নীতিশ রানার দল। ৪ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ৫ নম্বরে আছে কলকাতা।

ওসমান হাদিকে জার্সি উৎসর্গ বিপিএলের দল রাজশাহীর

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান