Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

নিউজিল্যান্ডকে হারাতে তিন বছর ধরে অপেক্ষায় ছিলেন গুরবাজ

ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ডকে হারাতে তিন বছর ধরে অপেক্ষায় ছিলেন গুরবাজ

নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো সংস্করণেই জয় ছিল না আফগানিস্তানের। আজকের আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৪ ম্যাচের প্রতিটিতে হেরেছিলেন রশিদ খান-মোহাম্মদ নবিরা। তবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের সেই বৃত্ত ভাঙলেন তাঁরা। 

নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম জয়টি এতটাই পরাক্রমে জিতেছে আফগানিস্তান, যাকে নিজেদের সংক্ষিপ্ত সংস্করণের ইতিহাসে এখন পর্যন্ত পাওয়া জয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি বলে জানিয়েছেন দলটির অধিনায়ক রশিদ। 

এই জয় পাওয়ার ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রশিদ। ফজলহক ফারুকির সমান ৪টি উইকেট নিয়ে প্রতিপক্ষকে ৭৫ রানে অলআউট করেছেন তিনি। তাঁদের আগে অবশ্য ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে ১৫৯ রানের সংগ্রহ এনে দেন রহমানউল্লাহ গুরবাজ। এই তিন ত্রয়ীর সৌজন্যে পরে ৮৪ রানের জয় পায় আফগানিস্তান। বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়ে ৪ পয়েন্ট নিয়ে এখন সুপার এইটের পথ সহজ করেছে তারা। 

এমন দুর্দান্ত জয় নিয়ে রশিদ বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে এটা আমাদের সেরা পারফরম্যান্সগুলোর একটি। দারুণ দলীয় প্রচেষ্টা। শুধু বোলিং নয়, ব্যাটিংটাও দারুণ হয়েছে। আর যেভাবে শুরুটা এনে দিয়েছিলেন গুরবাজ-ইব্রাহিম, কারণ উইকেট মোটেই সহজ ছিল না।’ 

অন্যদিকে ৫৬ বলে ৮০ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা হওয়া গুরবাজ জানিয়েছেন, এই জয়ের জন্য তিন বছর ধরে অপেক্ষা করে আছেন তিনি। ম্যাচে সমান ৫টি করে চার ও ছক্কা হাঁকানো আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘এর চেয়ে বিশেষ কিছু নেই। তিন বছর ধরে এই জয়ের অপেক্ষায় ছিলাম। শেষ পর্যন্ত তাদের পরাজিত করেছি আমরা। আস্থা আর বিশ্বাস শুরু থেকেই ছিল। আমাদের বিশ্বাস আছে যে আমরা এই সারফেসে যেকোনো দলকে হারাতে পারি।’

মুশফিকের পরিশ্রম নিয়ে আমরা হাসাহাসিও করি: তামিম

অভিমান থেকেই মুশফিকের অবসর

হঠাৎই মুশফিকের অবসর ঘোষণা

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড

ভারতের ফাইনালের টিকিট এত তাড়াতাড়ি শেষ

আইসিসির কাছে ক্রিকেটের যে নিয়ম বদলাতে বলেছেন ভারতীয় ক্রিকেটার

মাহমুদউল্লাহকে টপকে রোহিতের রেকর্ড ভাঙতে যাচ্ছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার

১১ দিনে অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড ভেঙে দিল নিউজিল্যান্ড

এক আফগানকে হটিয়ে আইসিসির ‘সিংহাসনে’ আরেক আফগান

পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন ভারতীয় ক্রিকেটার