হোম > খেলা > ক্রিকেট

অভিষিক্ত টাংকে নিয়েই অ্যাশেজ দল ইংল্যান্ডের

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের প্রথম দুই টেস্টে অপরিবর্তিত দল নিয়েই খেলবে ইংল্যান্ড। আয়ারল্যান্ড বিপক্ষে একমাত্র টেস্টে সুযোগ পাওয়া ১৬ ক্রিকেটারের উপরেই আস্থা রাখছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আজ বিষয়টি নিশ্চিত করেছে ইসিবি। 

এতে লর্ডস টেস্টে অভিষেক হওয়া জশ টাং আরও দুটি টেস্ট খেলার সুযোগ পাচ্ছেন। সুযোগটা অবশ্য নিজেই তৈরি করে নিয়েছেন এই পেসার। আইরিশদের বিপক্ষে প্রথম ইনিংসে কোনো উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যে ৪টি পেয়েছেন। অভিষেকে পাঁচ উইকেট নেওয়ার সুযোগ থাকছে তাঁর। প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৩২ রান করায়। 

সব মিলিয়ে টাংসহ ইংল্যান্ডের স্কোয়াডে পেস বোলার হচ্ছে ৭ জন। জেমস অ্যান্ডারসন ও ওলি রবিনসন চোটে লর্ডস টেস্টে খেলতে না পারলেও ধারণা করা হচ্ছে অ্যাশেজের প্রথম টেস্টে সুযোগ পাবেন তাঁরা। তাঁদের সঙ্গে সুযোগ পেতে পারেন দ্বিতীয় সন্তানের বাবা হওয়া এ টেস্ট খেলতে না পারা মার্ক উডও। 

পাঁচ টেস্টের এবারের অ্যাশেজ সিরিজ হবে ইংল্যান্ডে। আগামী ১৬ জুন সিরিজের প্রথমটি হবে এজবাস্টনে। ঘরের মাঠে সিরিজ পুনরুদ্ধারের লক্ষ্য থাকবে ইংলিশদের। সর্বশেষ সিরিজে ৪-১ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। 

অ্যাশেজের প্রথম দুই টেস্টের ইংল্যান্ড দল—
বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ওলি পোপ, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ম্যাথু পটস, ওলি রবিনসন, জো রুট, জশ টাং, ক্রিস ওকস, মার্ক উড।

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন