হোম > খেলা > ক্রিকেট

কোন ছকে ইংলিশদের আটকে ফেললেন তাসকিন-মোস্তাফিজরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্দান্ত!
অবিশ্বাস্য! 

কোনো শব্দই যেন ঠিক মানানসই হচ্ছে না তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানদের জন্য। ডেথ ওভারে তাঁরা এমনই অবিশ্বাস্য বোলিং করেছেন। মিরপুরে শেষ টি-টোয়েন্টি বাংলাদেশ মূলত জিতেছে মোস্তাফিজদের নিখুঁত ডেথ বোলিংয়ে। ১৫৯ রানের লক্ষ্য নিয়ে খেলতে নামা ইংল্যান্ড একপর্যায়ে ম্যাচটা সহজেই জেতার পথে ছিল। 

 ১৩তম ওভার শেষে মাত্র ১ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১০০ রান। পরের ওভারে ইংলিশদের ইনিংসের একমাত্র হাফ সেঞ্চুরিয়ান ডেভিড মালানকে তুলে নেন মোস্তাফিজ। এই ওভারে কাটার মাস্টার দেন মাত্র ২ রান। শুধু এই ওভারে আজ ম্যাচজুড়ে দুর্দান্ত ছিলেন মোস্তাফিজ। সব মিলিয়ে ৪ ওভার বোলিং করে দিয়েছেন ১৪ রান। উইকেট নিয়েছেন ১টি। ডট বল করেছেন ১৪টি। 

বেশ কিছুদিন ধরে নিজের ঠিক চেনা ফর্মে নেই মোস্তাফিজ। আজ যেন সব ভুলিয়ে দিতেই নেমেছিলেন এই বাঁহাতি পেসার। শুধু মোস্তাফিজ নন, তাসকিন, হাসান মাহমুদরা এদিন ছিলেন একদম পিন পয়েন্ট নিখুঁত। শেষ ৫ ওভারে মাত্র ৩৪ রান দিয়েছেন বাংলাদেশের বোলাররা। 

আগেই সিরিজ হেরে বসা ইংলিশরা শেষ পর্যন্ত হাঁসফাঁস করেছেন বাংলাদেশের ডেথ বোলিংয়ের কাছে। শুধু এই ম্যাচে নয়, চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতেও অবিশ্বাস্য ছিল বাংলাদেশ। শেষ ৫ ওভারে খরচা করেছিল মাত্র ২৭ রান। একসময় ডেথ ওভার বাংলাদেশের মাথাব্যথা ছিল। এই সিরিজে সেটাই দেখা দিয়েছে নতুন রূপে।

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

ভিন্ন ভেন্যুতেও অজেয় রংপুর

খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

সেকশন