হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে গতকাল থেকেই উৎসবের আমেজ। বাংলাদেশে তাঁর আগমন উপলক্ষ্যে গ্রামে বানানো হয়েছে তোরণ। আজ যখন তিনি সিলেটের ওসমানী বিমানবন্দরে নামলেন, তখন আনন্দ-উৎসব বেড়ে গেছে বহুগুণে।
সিলেটের বিমানবন্দরে আজ হামজার জন্যই ফুটবলপ্রেমীরা অপেক্ষা করেন সকাল থেকে। বিমানবন্দরে নামা মাত্রই তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়েছে। এতই ভিড় ছিল যে সাংবাদিকদের অনেক প্রশ্নের উত্তর ঠিকমতো শুনতেই পারেননি হামজা। সামাজিক মাধ্যমে ক্রিকেটাররা স্বাগত জানিয়েছেন হামজাকে। মুশফিকুর রহিম নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের পতাকা হাতে হামজার একটি ছবি পোস্ট করেছেন। মুশফিক লিখেছেন, ‘শুভকামনা।’ ক্যাপশন শেষে থাম্বস আপ দিয়েছেন ও বাংলাদেশের পতাকার ইমোজি দিয়েছেন। হামজাকে ফুলের তোড়া দিয়ে বরণের ছবি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন রিশাদ হোসেন। রিশাদ লিখেছেন, ‘বাংলাদেশে আপনাকে স্বাগতম। অনেক অনেক শুভকামনা। এগিয়ে যাক বাংলাদেশ ফুটবল দল।
স্নানঘাটে আজ সন্ধ্যায় ইফতারের পর হামজার তাঁর সেই বাড়ির উঠোনে হয়ে গেল আগত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন। জনাকীর্ণ পরিবেশে সংবাদ সম্মেলনে তাঁকে করা হলো হালকা, সিরিয়াস নানা প্রশ্ন। ভিড়ের মধ্যে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘আপনি সামাজিক মাধ্যম যেহেতু অনুসরণ করেন, তাহলে দেখবেন, আপনার সঙ্গে সাকিব আল হাসানের তুলনা হচ্ছে। এটা নিয়ে আপনি কী বলবেন?’উত্তরে হামজা বলেন, ‘সাকিবের সঙ্গে তুলনা করার মতো অবস্থায় আমি নেই। সাকিব বাংলাদেশের মেগাস্টার। বহু বছর ধরে অনেক কিছু করেছেন দেশের জন্য।’
২০ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে চলে যাবে বাংলাদেশ দল। এই ম্যাচে বাংলাদেশের অভিষেক হওয়ার কথা হামজার। ভারতকে হারানোর আত্মবিশ্বাস নিয়েই সকালে আজ সিলেটে পৌঁছে বলেছেন, ‘ইনশা আল্লাহ, আমরা উইন খরমু।’ সন্ধ্যায়ও সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই ফুটবলার শুনিয়েছেন আশার বাণী। হামজা বলেছেন, ‘আমরা ভারত নিয়ে ভাবছি না। আমরা খালি আমরার কথা ভাবছি। দেখা হইবনে...।’